ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

বিড়াল-ড্রোনের পর এবার আসছে গাভী-ড্রোন!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বিড়াল-ড্রোনের পর এবার আসছে গাভী-ড্রোন!

লিংকটায় ক্লিক করেছেন? ভিডিওটা দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না বুঝি? আকাশে দুইপা ও ডানা ছড়িয়ে উড়ে যাচ্ছে একটা বিড়াল। হ্যাঁ, বিড়ালই তো! সেটি আবার উড়েও চলেছে দিব্যি।

এটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। তবে বিড়ালটা জীবিত নয়। মৃত একটা বিড়ালের দেহটা অবিকল রেখে তার ভেতর পুরে দেওয়া হয়েছে একটা ড্রোন বিমানের কলকব্জা। আর তাকে জীবন্ত বিড়ালের উড়ে যাওয়া বলে দৃষ্টিবিভ্রম হয়েছে সবার। যিনি এই অভিনব কাজটি করেছেন তিনি একজন শিল্পী। তাই মরা বিড়ালের দেহে ড্রোন বিমানের কলকব্জা জুড়ে দেওয়ার চিন্তাটা তার মাথায় আসাই স্বাভাবিক।

এই কাজটি তিনি অবশ্য করেছিলেন বছরকয় আগে। তার এমন শিল্পমণ্ডিত কাজের প্রশংসা ছড়িয়ে পড়েছিল দেশে-বিদেশে। এই শিল্পীর বাড়ি হল্যান্ডে। নাম বার্ট ইয়ানসেন। দুনিয়াজোড়া সংবাদ মাধ্যমে তার কৃতিত্বের খবর চাউড়ও হয়েছিল বেশ। সে ব্যাপারটিই তুলে ধরা হয়েছে একটি পত্রিকায়: ‘‘Bart Jansen is a Dutch artist who hit the headlines a few years back when he scooped out the entrails of his dead pet to make a fur-covered drone.’’

এবার তিনি মৃত গরুর দেহকে বানাবেন ড্রোন। তার ভাষায় ‘কাউ-ড্রোন’। কাউ-ড্রোন আকাশে উড়িয়ে তিনি নিজের টুপিতে সাফল্যের আরও একটা সোনালি পালক যোগ করতে চান।   
 
পত্রিকার খবরে আরও বলা হয়েছে, বার্ট একটা প্রাণহীন বেড়ালের দেহকে একটা দূর নিয়ন্ত্রিত ড্রোন (পৃথিবীর প্রথম পশমাবৃত ড্রোন) বানিয়ে নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছিলেন। এবার তিনি আরও বড়, আরো ভালো, আরো অদ্ভুতুড়ে এক উদ্ভাবনের কাজে হাত দিতে চলেছেন। আর সেটা হচ্ছে মরা গরুর দেহকে দূর নিয়ন্ত্রিত একটি ড্রোন বা হেলিকপ্টারের রূপ দিয়ে তা আকাশে ওড়ানো। তবে এবার তার প্রস্তাবিত ‘কাউ-ড্রোন’ বা ‘কাউ হেলিকপ্টারে’ একজন  মানুষের বসারও ব্যবস্থা রাখা হবে। একটা গরুর দেহ যতোটা বড় তাতে একজন আরোহীর বসার স্থান হয়েই যাবে। দেখা যাক, বার্ট এবারও তেলেসমাতি কাণ্ড ঘটাতে পারেন কিনা।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।