ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

৮ ফুট দীর্ঘ চুলের বেণী!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
৮ ফুট দীর্ঘ চুলের বেণী!

লালন ফকিরের গানে আছে : ‘কেশের আড়ে পাহাড় লুকায় দ্যাখ্‌ না!’ কথাটা অযথা বলেননি সাধক লালন। নইলে কি আর কারো চুলের বেণীর দৈর্ঘ্য ৮ ফুটের বেশি হয়! যার কথা বলা হচ্ছে তিনিও কিন্তু পাহাড়ি এলাকারই বাসিন্দা।

গুউ মেইং নামের এই মধ্য বয়স্ক নারীর বাড়ি দক্ষিণ চীনের প্রত্যন্ত এলাকায়। দীর্ঘ চুলের সুবাদে বিশ্ব রেকর্ড গড়ার ইচ্ছে তার বহুকালের। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস—এ নাম লেখানোর ইচ্ছে থেকে গত ৩৫ বছরের বেশি সময় ধরে চলছে তার একনিষ্ঠ-নিবিড় ‘কেশ-সাধনা’। এতোদিনে ঈশ্বর তার দিকে মুখ তুলে তাকিয়েছেন। নইলে কি চীনের মতো বিশাল দেশের প্রত্যন্ত কোনায় বসে সারা দুনিয়ার মনোযোগ কাড়ে তার চুলের বাহার! তবে তারও আগে বেশ কিছুকাল ধরে নিজের এলাকায় তিনি পেয়ে গেছেন তারকা-খ্যাতি।

গুউ মেইংয়ের চুলের দৈর্ঘ্য আসলে ৮ ফুট ৩ ইঞ্চি। এখন তার বয়স ৫৯ বছর। চায়না ডেইলি সোমবার এক প্রতিবেদনে চীনের উনান প্রদেশের বাসিন্দা গুউ মেইং-এর বক্তব্যের উদ্ধৃতি দিয়েছে। মেইং তাদের বলেছেন,: 

"আমি আমার কেশরাজিকে সম্পদ বলে মনে করি। ’’ দীর্ঘ কেশরাজিকে তিনি সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের সুলক্ষণ বলে মনে করেন। চীনে যে সরকারিভাবে স্বীকৃত ৫৫টি সংখ্যালঘু জাতিগোষ্ঠি রয়েছে সেগুলোরই একটি হচ্ছে মিয়াও। তিনি ওই মিয়াও গোত্রেরই গর্বিত সদস্য। সাধারণত মিয়াও গোত্রের নারীরা লম্বা চুলের ভক্ত।

মেইং ২৪ বছর বয়স থেকেই তার কেশ  লম্বা করার সাধনায় নিয়োজিত। তো বহু বছর আগে এক লোক ১৯হাজার ইউয়ানের (১ হাজার ৯ শ মার্কিন ডলার) বিনিময়ে তার চুল কিনে নিতে চেয়েছিল। কিন্তু মেইং সে প্রস্তাবে রাজি হননি। এটা যে তার শখ! আর সেই শখের বদৌলতে তিনি লেখাতে চান গিনেস বুকে নিজের নাম। টাকা পয়সা তার শখের কাছে তুচ্ছ!

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।