ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

কুকুর নিজের বিছানা নিজেই করে!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
কুকুর নিজের বিছানা নিজেই করে!

ছেলেটা বা মেয়েটা নিজের কাজ যখন নিজেই করে তখন বাবা-মার আনন্দ আর ধরে না। তখন তার নামের সঙ্গে ‘লক্ষ্মী ছেলে’, আর ‘লক্ষ্মী মেয়ে’-র তকমা জোটে।

কিন্তু যদি বলা হয়, ‘লক্ষ্মী কুকুরটা নিজের বিছানাটা নিজেই করে’ তখন? আপনারাও বলবেন, ধুর, এমনটাও হয় নাকি! চোখ কপালে তোলার কিছু নেই। এমন ঘটনা ঠিকই ঘটেছে (বিশ্বাস না হয় তো ভিডিও লিংকটা দেখে নিজের মনের সংশয় দূর করুন)।

একটা পশু আশ্রয়শালায় এই কুকুরটা প্রতিদিনই নিজের বিছানা নিজেই করতো। তার এই লক্ষ্মীপনার পুরস্কারও সে পেয়েছে। এক লোকের বাড়িতে আশ্রয় পেয়ে গেছে সে। নইলে কি আর পত্রিকার পাতায় লেখা হয়, : ‘The bashful hound found a new home last week after his heartwarming video went viral .’

আর ওর বিছানা করার ক্যারিশমার ব্যাপারে পত্রিকার শিরোনাম হয়েছে, : ‘This polite pit bull makes its bed every day in animal shelter .’
পত্রিকাটি আরও লিখেছে, কুকুরটা যেকোনো লক্ষ্মীমন্ত মানবশিশুর চেয়েও ঢের লক্ষ্মী। যে পরিবারে এখন ওর ঠাঁই হয়েছে, সেখানে সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। ও নিজের বিছানা যেমন করে, তেমনি ঘুম শেষ হলে নিজেই আবার গুছিয়েও রাখে। আমেরিকান এই লালচে ধূসর রঙের কুকুরটার নাম ‘রাশ’।

পশু আশ্রয়শালায় থাকতে ওর বিছানা করা ও গুছিয়ে রাখার ভিডিওটা দেখে রাশের বর্তমান মালিক তার পরিবারের লোকদের নিয়ে ওকে দেখতে আসেন। প্রথম দেখাতেই তারা সবাই ওর প্রেমে পড়ে যান। ওহাইওর কেটারিং শহরের সিকসা পেট অ্যাডপশন সেন্টারের নির্বাহী পরিচালক নোরা ভোনড্রেল এবিসি নিউজকে জানালেন একথা।  

"আমাদের কর্মীরা দিনের পর দিন রাশ-কে ওর বিছানা করতে দেখেছে। পরে একদিন আমাদের একজন মার্কেটিং ইনটার্ন ভিডিওতে ওর বিছানা করার দৃশ্যটা ধারণ করে। পরে আমরা তা সামাজিক  মাধ্যমে ছড়িয়ে দিই। ’’—বলছিলেন নোরা।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।