ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বানরে-কুকুরে নদীপার!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
বানরে-কুকুরে নদীপার!

পাকুন আর জেমস দুই বন্ধু। দুজনের গলায় গলায় ভাব।

যেন সাক্ষাৎ মাণিকজোড়। কিন্তু এ’দুজনের মধ্যে তো এমন বন্ধুত্ব হবার কথা নয়। কারণ এরা সগোত্রের প্রাণি নয়। পাকুন হচ্ছে বানর আর জেমস হচ্ছে বুলডগ। কুকুরে-বানরের এমন জিগরি দোস্তির নজিরও কেউ দেখেনি আগে। তাতে কি! জেমস-পাকুন বরং দিনে দিনে তাদের দোস্তিকে নিয়ে গেছে বড় এক উচ্চতায়। আর তা দেখে মানবকূলে পড়ে গেছে সাড়া।

রীতিমতো হৈ-হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার। খুলেই বলা যাক, ওরা দুজনে মিলে আস্ত একটা নদী পাড়ি দিয়ে ফেলেছে! অসম্ভব আর অবিশ্বাস্য এই কাজের পুরো নেতৃত্বটা দিয়েছে বানর পাকুন; আর জেমস তার যোগ্য সঙ্গী হিসেবে সবকিছু করে গেছে ঠিকঠাক। ‘ইচ্ছা থাকলে উপায় হয়’—প্রবাদটা সত্য প্রমাণ করে তারা খরস্রোতা নদীটা দিব্যি পাড়ি দিয়েছে সফলভাবে।  

একটি পত্রিকা এদের দুজনার এই বন্ধুত্বকে অন্যতম মহত্তম ও অস্বাভাবিক বন্ধুত্বের নজির বলে বর্ণনা করেছে: ‘‘...one of the greatest and unlikeliest animal friendships that we’ve seen in a while.’’

নদী পার হবার সময়টায় ওরা পরিপাটি পোশাক পড়ে সুবেশী বাবু সেজেছিল। বানর পাকুন পড়েছিল বাহারি একটা দুঙ্গারি(এক ধরনের পাজামা) আর কুকুর জেমসের পিঠে শক্ত করে বাঁধা ছিল একটা নীল হ্যাভারসেক। আর গলায় টাইয়ের আদলে বাঁধা ছিল একটা নীলরঙা মোটা দড়ি। দড়িটা বাঁধা হয়েছিল পাকুন সামনে থেকে ওকে টেনে নিয়ে যাবে বলে। (ছবি ও ভিডিওটা দেখুন)।  

কিন্তু বানর পাকুন আত্মবিশ্বাসী হলেও কুকুর জেমস এ পর্যায়ে বেঁকে বসে। কারণ কুকুর বেচারার সাহসের ঘাটতি দেখা দেওয়ায় সে নদীর ঢালুতে রাখা পাথরের ধাপের ওপর ঠায় বসে পড়ে। ভয়ে ওর নট নড়ন চড়ন অবস্থা। কিন্তু পাকুন তবু দমবার পাত্র নয়। সে ঠিকই নদীটা পার হয়ে জেমসের গলার রশি ধরে টানতে থাকে। এতে কাজ হয়। জেমসও সব শঙ্কা ভুলে বন্ধুর পীড়াপীড়িতে সাড়া দিয়ে ঝাঁপ দেয় নদীতে। পাকুন তাকে টেনে পাড়ে তোলে। এভাবেই এ-দুজন করে ফেলে গজতের অভূতপূর্ব অবিশ্বাস্য কাজটি। দুজনের মন এক হলে অসাধ্য বলে কিছু কি আর থাকে জগতে!

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।