ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

তামার নলে চুম্বক ঢোকালে কী হয়?

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
তামার নলে চুম্বক ঢোকালে কী হয়?

ঢাকা: লোহা ও তামায় চুম্বকের আকর্ষণ রয়েছে এ তো সবারই জানা। এ দুই পদার্থে চুম্বক আকর্ষণের নানারকম পরীক্ষাও কমবেশি সবাই করে।


  
ইউটিউবেও আপলোড করা হয়েছে তামায় চুম্বকের আকর্ষণ নিয়ে মজার একটি ভিডিও। ভিডিওটিতে দেখানো হয়েছে তামার নলের ভেতর চুম্বকের খণ্ড প্রবেশ করলে কী হয়।

কেউ কেউ হয়তো এ পরীক্ষা বহু অ‍াগেই করে ফেলেছেন। তবুও নতুন করে একটু নেড়েচেড়ে দেখা যাক-   

এখানে ব্যবহার করা হয়েছে দু’প্রকার চুম্বক। চৌকো ও  গোল‍াকার। তামার মোটা নলটিকে দাঁড় করিয়ে নলের ওপর থেকে চৌকো চুম্বকটিকে আঙুলের সাহায্যে টুইস্ট আকারে ফেলা হলো। চুম্বকটি ধীরগতিতে ঘুরতে ঘুরতে নেমে গেলো।

গোলাকার চুম্বকের খণ্ডটিও একইভ‍াবে প্রয়োগ করা হলো। এরপর নলটি উল্টেপাল্টে নেওয়া হলেও চুম্বকটি পড়ে যায়নি।

আবার চুম্বক যখন নল গলিয়ে ধীরগতিতে টেবিলের উপর পড়লো তখন নল তুলে ফেলা হলো। তবে নলের তলদেশে চুম্বকটিও উঠে এলো নলের সঙ্গে।

যেনো অদৃশ্য কোনো তলানি রয়েছে এই তামার নলের! 



তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।