ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

পাহাড়ের গায়ে নেকলেস!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
পাহাড়ের গায়ে নেকলেস!

ঢাকা: পাহাড়ের উপর পড়ে রয়েছে বিশাল এক নেকলেস। তবে কেউ ভুলে এই নেকলেস ফেলে যাননি।

পাহাড়ের গায়ে সুপরিকল্পিত উপায়ে গাছ লাগিয়ে প্রাকৃতিক এ নেকলেস তৈরি করা হয়েছে।

মে-লিং প্যালেসের ওপর থেকে তোলা এ ছবিগুলো সম্প্রতি ইন্টারনেটে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বর্তমানে পর্যটকদের আকর্ষণ পূর্ব চীনের নানজিংয়ের পূর্ব শহরতলীর ছবিগুলো সত্যিই দেখার মতো।

ওপর থেকে দেখে মনে হয় যেনো পাহাড়ের গায়ে ঝুলছে লকেটওয়ালা সবুজ একটি নেকলেস। লকেটের মাঝখানেই নীল ছাদের মেনশনটি স্থাপিত।

১৯৩০ সালের দিকে স্থাপিত এ বাসভবনটি ব্যবহার করতেন সুং মে-লিং। তিনি ছিলেন চীন প্রজাতন্ত্রের নেতা চিয়াং কাই-শেকের স্ত্রী।

পরবর্তীতে তার নামেই প্যালেসটির নামকরণ করা হয়।
ফার্স্ট লেডি হিসেবে সুং ১৯৪০ সালে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নানজিংয়ের এ প্যালেসে থাকতেই বেশি ভালোবাসতেন বলে জানা যায়।

১৯৪৯ সালে এ ভবনটি রাষ্ট্রীয় অতিথিভবন হিসেবে সংরক্ষিত হয়। তখন সেখানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ ছিলো। ২০১৩ সালের অক্টোবরে প্রায় এক বছর ধরে সংস্কার কাজ শেষ করার পর পর্যটকদের জন্য প্যালেসটি উন্মুক্ত করে দেওয়া হয়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।