ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

লক্ষ্য অর্জনে সফল ব্যক্তিদের সাত পরামর্শ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
লক্ষ্য অর্জনে সফল ব্যক্তিদের সাত পরামর্শ

সফল হতে কে না চায়। জীবনে সফল হতে আপনি কী কী পদক্ষেপ নিয়েছেন বা নিচ্ছেন? লক্ষ্যে পৌঁছাতে হলে যেমন কিছু নিয়ম মেনে চলতে হয়, তেমনি কিছু পুরনো অভ্যাসও ছাড়তে হয়।


সাফল্য হঠাৎ আসে না। একবার জেনে নিই লক্ষ্যে পৌঁছাতে সফল ব্যক্তিরা কী কী অভ্যাস ত্যাগ করার বা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।


আরামদায়ক স্থানে কাজ নয়
পরিচিত ও আরামদায়ক স্থানে কাজ হয় না। ইংরেজিতে যাকে বলা হয় কমফোর্ট জোন। নিজেকে গড়ে তুলতে হলে কাজ করার জন্য এমন স্থান নির্বাচন করতে হবে যা নতুন ও প্রতিযোগিতামূলক। কারণ কমফোর্ট জোনে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বা লড়াই থাকে না। বিখ্যাত মোটিভেশনাল স্পিকার লেস ব্রাউন জানান, আরামদায়ক স্থানে কাজ করা মানে নিজের খেয়াল খুশিকে প্রাধান্য দেওয়া।


আগে শেখা পরে কাজ
সফল ব্যক্তিরা নতুন নতুন তথ্য জানতে চেষ্টা করেন এবং যা জানেন তা বিস্তৃত করার চেষ্টা চালিয়ে যান। নতুন বিষয় আশয়ের সঙ্গে পরিচিত না হলে, দক্ষ না হয়ে উঠলে সময়ের সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়ে। বিল গেটস যদি সময়োপযোগী না হতেন তাহলে ইন্টারনেট কতটা পুরনো আঙ্গিকেই পড়ে থাকত তা ভেবে দেখুন!


একসঙ্গে বহুকাজ নয়
সত্যিকার অর্থে, একসঙ্গে অনেকগুলো কাজ শুরু করলে কোনোটিই ভালোভাবে সম্পন্ন হয় না। কারণ একই সময়ে আমাদের মস্তিষ্ক কেবলমাত্র একটি কাজের প্রতিই মনোনিবেশ করতে পারে। হ্যারিপটার সিরিজখ্যাত এমা ওয়াটসন জানান, খাওয়ার সময় আমার আইফোনটা স্যুপে পড়ে গেল। আমার ধারণা একসঙ্গে অনেক কাজ না করার সংকেত এটা।


নিজের সঙ্গে মিথ্যে নয়
নিজেকে মিথ্যা বলবেন না। এতে আসন্ন সমস্যাগুলো মোকাবেলা করা কঠিন হয়ে দাঁড়ায়। সফল ব্যক্তিরা সচেতন। তারা জানেন, কাজে সমস্যার সম্মুখীন হতেই হবে। তা হোক বাহ্যিক বা আভ্যন্তরীণ। তাই সমস্যাকে এড়িয়ে না গিয়ে মুখোমুখি হোন। জীবন বিষয়ক বক্তা ও লেখক স্টিভ মার্বোলি বলেন, নিজেকে মিথ্যা বলা বর্জন করুন। যখন আপনি আপনার সত্যকে লুকিয়ে রাখছেন, আপনি হারাচ্ছেন আত্মশক্তি।


অনুকরণ নয়, নেতৃত্ব দিন
পৃথিবীতে দু’ ধরনের মানুষ রয়েছে। নেতা ও অনুসারী। সবসময় নিজেকে নেতৃস্থানীয় অবস্থানে রাখুন। চিরায়ত ধারার বাইরে নিজের স্থান ও নতুন পথ উন্মুক্ত করুন। আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট বলেন, দুটি পথের মধ্যে যে পথে কম মানুষ যাত্রা করেছে সে পথটাই আমি বেছে নিই। আর এ পদ্ধতিই ভিন্নতা তৈরি করে।


অতীতই ভবিষ্যত নির্দেশক নয়
অতীতকে বদলানো যায় না। অতীত যেমনই হোক না কেন, তা আমাদের জীবনে শিক্ষা ও অভিজ্ঞতার ভাণ্ডার। অতীতের খারাপ অভিজ্ঞতা—ভবিষ্যত পদক্ষেপকে যেন প্রভাবিত না করে, সেদিকে লক্ষ্য রাখুন। পাকিস্তানি-আমেরিকান ধনকুবের শহিদ খান এক সময় একঘণ্টা ডিশ ওয়াশ করে আয় করতেন ১.২০ মার্কিন ডলার। কিন্তু এ পীড়াদায়ক অতীত তার উজ্জ্বল ভবিষ্যতের কাঁটা হয়ে দাঁড়ায়নি। ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার সম্পদধারী শহিদ খান যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাইভেট কোম্পানি জ্যাকসনভিল্লে জাগুয়ারস ও প্রিমিয়ার লিগ সকার ক্লাব ফুলহ্যামের মালিক।


নেতিবাচক ব্যক্তিদের এড়িয়ে চলুন
মানসিক চাপ নিয়ে কখনো লক্ষ্যে পৌঁছানো যায় না। তাই নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলা উচিত। জোয়েল স্কট অলস্টিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রোটেস্টেন্ট গির্জার সিনিয়র প্যাস্টর। তিনি জানান, আপনি কখনো ইতিবাচক জীবন আশা করতে পারেন না, যদি আপনি নেতিবাচক মানুষের সহচার্যে থাকেন। তাই যদি জীবনে সফল হতে চান, নেতিবাচকতা এড়িয়ে চলুন।

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএমএন/টিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।