ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মোবাইল ফোনে তৈরি গাড়ি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
মোবাইল ফোনে তৈরি গাড়ি!

ঢাকা: কী অত্যাধুনিক গাড়ি রে বাবা! স্টাইলিশ আর কতো রঙ! একটু কাছে গেলেই বুঝবেন, গাড়িটির সারা শরীর জুড়ে রয়েছে হাজার হাজার হ্যান্ডসেট বা মোবাইল ফোন।

তাইওয়ানের এক আর্টিস্ট ২৫ হাজার সেলফোন দিয়ে তৈরি করেছেন এই গাড়ি।

কাঠের ফ্রেমের ওপর গাম দিয়ে সেলফোন লাগিয়ে গাড়িটি তৈরি হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এ অনন্য গাড়ির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে।

কিন্তু এতোকিছু থাকতে এ শিল্পী সেলফোন দিয়ে গাড়ি বানালেন কেন? 

মূল লক্ষ্য হচ্ছে, ইলেক্ট্রনিক ব্যবহার সামগ্রী প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহারযোগ্য করে ত‍ুলতে বিশ্ববাসীকে উৎসাহ দেওয়া। গাড়িটি বর্তমানে তাইওয়ানের তাইপেই সিটি হলে প্রদর্শন করা হয়েছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।