ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

ফিচার

বানরপাখি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বানরপাখি!

ঢাকা: পাখিটি বিরল। কিন্তু একেবারেই অপরিচিত নয়।

তবে কেন্দ্রীয় চীনের হুনান প্রদেশে পাওয়া বিরল প্রজাতির পাখির ছানা দেখে স্থানীয় অনেকেই চিনতে পারেননি। কেউ বলেছেন, পাখিগুলো দেখতে বানরের মতো।

জাওয়েন গ্রামে বসবাসকারী এক ব্যক্তি গত বুধবার (৬ জানুয়ারি) ছয়টি পাখির ছানা উদ্ধার করেন।

পাশ্ববর্তী জঙ্গল থেকে তুলে এনে পাখিগুলোকে স্থানীয় বন্যপ্রাণি উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠ‍ানো হয়েছে বলে উল্লেখ করেছে চীনা নিউজ।  

পরবর্তীতে বাদামি পাখির ছানাগুলোকে আগের গ্রাস আউল প্রজাতির বলে চিহ্নিত করা গেছে। এরা অস্ট্রেলিয়ান গ্রাস আউল নামেও পরিচিত।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই এ পেঁচা প্রথম দেখেছেন বলে জানান।

অস্ট্রেলিয়ান আউলের বসতি মূলত অস্ট্রেলিয়া, চীন, বাংলাদেশ, ভারত, জাপান ও ফিলিপাইনে। এ প্রজাতির পুরুষ পেঁচা লম্বায় ১৩ থেকে ১৫ ইঞ্চি লম্বা ও নারী পেঁচারা ১৪ থেকে ১৭ ইঞ্চি হয়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।