ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

পপগুরু আজম খানের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
পপগুরু আজম খানের জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৮ ফেব্রুয়ারি ২০১৬, রোববার। ১৬ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১০৬৬ - ওয়েস্টমিনিস্টার অ্যাবি চালু হয়।
•     ১৮২৭ - আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু।
•     ১৮৭৭ - তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।
•     ১৮৮৩ - ভারতে প্রথম টেলিগ্রাফ চালু।
•     ১৯২২ - মিশর স্বাধীনতা লাভ করে।
•     ১৯৭৪ - বাংলাদেশে প্রথম আদমশুমারির কাজ সম্পন্ন।
•     ২০১৩ - আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেন।

জন্ম
•     ১৯৫০ - বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের অগ্রপথিক আজম খান। তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। যুদ্ধের পর আজম খান উচ্চারণ নামে একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে তার প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয়।

মৃত্যু
•     ১৯৭০ - সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।