ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০১ মার্চ ২০১৬, মঙ্গলবার। ১৮ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।
•     ১৬৪০ - ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় ভারত।
•     ১৯০১ - অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠিত।
•     ১৯০৭ - ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।
•     ১৯১২ - আলবার্ট বেরি প্রথম উড্ডীয়মান বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে নামেন।
•     ১৯১৪ - আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে চীনের যোগদান।
•     ১৯১৯ - কোরিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের সূত্রপাত।
•     ১৯৫০ - তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে চিয়াং কাইশেকের পুনরায় দায়িত্ব গ্রহণ।
•     ১৯৭১ - স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত।
•     ১৯৭১ - ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকাল পর্যন্ত স্থগিত ঘোষণা করেন।
•    ১৯৯০ - লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
•     ১৯৯৭ - বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু।

জন্ম
•     ১৯৪০ - বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর বিক্রম শাফাত জামিল। ১৯৬৪ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশনপ্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি কুমিল্লা সেনানিবাসে চতুর্থ বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি সেনাদের আক্রমণের সংবাদ পেয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া-গঙ্গাসাগর এলাকায় যুদ্ধ করেন তিনি। এরপর ভারতের ত্রিপুরা রাজ্যের মতিনগরে যান। তাকে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি দেওয়ানগঞ্জ, সিলেটের ছাতকসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন।

•     ১৮৬১ - বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়। তিনি একইসঙ্গে সমাজকর্মী এবং বাংলাদেশের রাজশাহী জেলার তৎকালীন নেতৃস্থানীয় আইনজীবী ছিলেন। মানবিক জ্ঞানের বিভিন্ন শাখা যেমন- ইতিহাস, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, চিত্রকলা ও প্রত্নতত্ত্ব বিষয়ে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। ধারণা করা হয় তার বিচক্ষণতায় প্রভাবিত হয়ে শরৎকুমার রায় বরেন্দ্র রিসার্চ সোসাইটি এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করেন।
•    ১৯৮৩ - ভারতীয় বক্সার মেরি কম। পুরো নাম মাংতে চুংনেইজাং মেরি কম। পাঁচ বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী একমাত্র নারী বক্সার। তিনিই একমাত্র ভারতীয় নারী বক্সার যিনি ২০১২ লন্ডন অলিম্পিকসে ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মৃত্যু
•     ১৯২৪ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী গোপীনাথ সাহা। অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয় ত্যাগ করে ক্রমে হুগলী বিদ্যামন্দির, কলকাতা শ্রী সরস্বতী লাইব্রেরি ও শ্রী সরস্বতী প্রেস, দৌলতপুর সত্যাশ্রম, বরিশাল শঙ্কর মঠ, উত্তরপাড়া বিদ্যাপীঠ প্রভৃতি বিপ্লবী সংগঠনে বিভিন্ন নেতার সঙ্গে কাজ করেন। কলকাতায় অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস টেগার্টকে নিশ্চিহ্ন করার নির্দেশে ১২ জানুয়ারি, ১৯২৪ তারিখে চৌরঙ্গী অঞ্চলে তিনি টেগার্ট ভ্রমে আর্নস্ট ডে সাহেবকে গুলি করে হত্যা করেন। গ্রেফতারের পর আত্মপক্ষ তিনি স্বীকার করেন 'টেগার্ট হত্যাই উদ্দেশ্য ছিল’। অতঃপর তার ফাঁসি হয়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।