ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বঙ্গবন্ধুর আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
বঙ্গবন্ধুর আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার। ২০ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭০৭ - মুঘল সম্ৰাট আওরঙ্গজেবের মৃত্যু।
•     ১৮৬১ - রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত হয়।
•     ১৮৭৮ - যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর।
•     ১৯২৪ - তুরস্কের জাতীয় পরিষদ ৬৪৩ বছরের প্রচলিত খেলাফত প্রথা বিলুপ্ত ঘোষণা করে।
•     ১৯৪৯ - ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট।
•     ১৯৭১– বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ গানটিকে ঢাকার পল্টন ময়দানে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়।
•     ১৯৭১ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
•     ১৯৭২ - বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়।
•     ১৯৭৬ - বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন।
•     ১৯৭৮ - জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।
•     ১৯৯১ - এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

জন্ম
•     ১৮৪৭- স্কটিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে পরিচিত।

মৃত্যু
•     ১৯৯২ - শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেন। বৈদিক ও ধ্রুপদি সংস্কৃত, পালি, প্রাকৃত, বাংলা, আবেস্তা ও প্রাচীন পারসিক ভাষায় তিনি ছিলেন দক্ষ।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।