ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

প্রতিবন্ধকতা কেবল মস্তিষ্কেই!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
প্রতিবন্ধকতা কেবল মস্তিষ্কেই! ছবি: সংগৃহীত

ঢাকা: ছেলেটির নাম ম্যারিয়াজ কেডজিয়েরস্কি। বয়স ২৩ বছর।

টগবগে তরুণ। পোল্যান্ড বংশদ্ভূত এ ছেলেটি দুর্দান্ত ছবি আঁকেন। ছবির বিষয়বস্তু বাস্তুবাদ বা অধিবাস্তুবাদ।

এর বেশিরভাগই পোর্ট্রেইট। অন্যান্য চিত্রশিল্পীর সঙ্গে তার পার্থক্য হচ্ছে ম্যারিয়াজের একটা হাত নেই, বাকি একটা হাতের গঠন অসম্পূর্ণ।

feature_1
তিনি জানান, আমার শারীরিক অক্ষমতা মানে এই না যে আমি অসাধারণ জীবনযাপন করছি না। এর অর্থ এই যে অ‍ামার স্বপ্ন আছে।

ছবি আঁকা আমার জীবনপথ। গত সাত বছর ধরে এ পথে হেঁটে চলছি আমি। জানান তিনি।

এ কয় বছরে আমি সাতশোরও বেশি ছবি এঁকেছি। তিনি জানান, এতে তার সময় লেগেছে ১৫ হাজার ঘণ্টা।

feature_2
ম্যারিয়াজ ২০১৩ সালে বেস্ট গ্লোবাল আর্টিস্ট হিসেবে দ্বিতীয় পুরস্কার প‍ান। এছাড়াও তিনি ক্রাকাও, ভিয়েনা, অক্সফোর্ড ও দুবাইসহ আরও বিভিন্ন দেশের প্রদর্শনীতেও অংশ নিয়েছেন।

সম্প্রতি ইউরোপ ভ্রমণের সময় তিনি বেশ কিছু ছবি এঁকেছেন। তিনি বার্লিন, আমস্টারডাম, লন্ডন, প্যারিস, বার্সেলোনা, মার্সেই, ভেনিস, রোম ও অ্যাথেন্সের পথে বসে এসব ছবি এঁকেছেন। ম্যারিয়াজ প্রজেক্টের নাম দেন ম্যারিয়াজ ড্রস।

feature_3
তিনি জানান, এর মাধ্যমে আমি মানুষকে অনুপ্রাণিত করতে চাই ও বলতে চাই প্রতিবন্ধকতা কেবল আমাদের মস্তিষ্কেই, অন্য কোথাও না।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।