ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাজপাখি ও খরগোশের ড্রামাটিক অ্যাকশন!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বাজপাখি ও খরগোশের ড্রামাটিক অ্যাকশন!

ঢাকা: আকাশ থেকে সাঁই করে নেমে ছোঁ মেরে শিকারকে তুলে নেওয়া বাজপাখির নিত্যদিনের কাজ। প্রাণ বাঁচাতে বাকিটা সামলাতে হয় যে শিকার হয় তার!

এবার বাজপাখির শিকারি নজর পরেছে বন্য খরগোশের দিকে।

ছোঁ মেরে খরগোশকে ধরতে গিয়ে পাল্টা গোত্তা খেলো বাজ নিজেই।

বাদামি খরগোশটিকে দেখে বাজপাখি  নিচে নামলো। ধাঁরালো নখ দিয়ে আঘাত করতে চাইলে খরগোশটিও দ্রতগামী হয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে ক্ষণস্থায়ী যুদ্ধের অ্যাকশন ছিলো নিঃসন্দেহে ড্রামাটিক।

বাজপাখির হাত থেকে রক্ষা পেতে মস্ত খরগোশটি কয়েকবার ডিগবাজি খেয়েছে।

শিকারকে পরাস্ত ও শিকারির খপ্পর থেকে বাঁচার তাগিদে আকাশ ও স্থলের দুই প্রাণীর প্রাণপণ লড়াইয়ের দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডোর আলোকচিত্রী রব।

৬২ বছর বয়সী রব জানান, পুরো ঘটনাটা দুই সেকেন্ডেরও কম সময়ে ঘটেছে।

এত কম সময়ে চমৎকার এ অ্যাকশনের কিছু স্ন্যাপ তুলতে পেরে রব আনন্দিত।  

তবে শেষ পর্যন্ত কি হলো? খরগোশটি নিজেকে বাঁচাতে পেরেছিলো। তবে বাজপাখির কপাল খারাপ, সে তার জবরদস্ত ডিনারটি হারিয়েই বসলো।

রব নিজেও খরগোশটির জন্য খুশি। তিনি জানান, আমি আনন্দিত খরগোশটির কোনো ক্ষতি হয়, সে অক্ষত অবস্থায় রয়েছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।