ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

মার্লোন ব্রান্ডোর জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
মার্লোন ব্রান্ডোর জন্মদিন মার্লোন ব্রান্ডো

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ এপ্রিল ২০১৬, রবিবার। ২০ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১০৪৩ - ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক।
•     ১৩১২ - ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত।
•     ১৫৫৯ - স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।
•     ১৭৮৩ - সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।
•     ১৮৬০ - প্রথম ঘোড়ার ডাক চালু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।
•     ১৯৩৯ - ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনীর অনুপ্রবেশ।
•     ১৯৫৪ - শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।

জন্ম
•     ১৯২৪ - অস্কারবিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্রান্ডো।
•     ১৯২৯ - বাংলাদেশের বিশ্ব বিখ্যাত স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খান। বিশ্বের অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ারের নকশা (বর্তমানে উইওলস টাওয়ার) তিনি করেছেন। বিংশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী ফজলুর রহমান খান মুসলিম স্থাপত্য বিষয়ের ওপর বিভিন্ন  গবেষণা করেছেন। তিনি Tube in Tube নামে স্থাপত্য শিল্পের এক নতুন পদ্ধতি আবিষ্কার করেন, যার মাধ্যমে একশো তলার মতো উচ্চ ভবন স্বল্প খরচে নির্মাণ সম্ভব।
 

মৃত্যু
•     ১৯৭৭ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক রাইডার।
•     ১৯৭৯ - বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশ নেন। উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সৈয়দ মাহবুব মোর্শেদ উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে ও ২১ দফা কর্মসূচি প্রণয়ণে তাঁর ভূমিকা ছিলো উল্লেখযোগ্য।
•     ১৯৯১ - খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রিন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসএমএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।