ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
 অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৬ এপ্রিল ২০১৬, বুধবার। ২৩ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭১২- নিউইয়র্কে শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে নিগ্রো ক্রীতদাসদের বিদ্রোহ।
•     ১৭৯৩ - ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য কমিটি অব পাবলিক সেফটি গঠন।
•     ১৮৯৬ - এথেন্সে আধুনিক অলিম্পিকের যাত্রা।
•     ১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।
•     ১৯৩০ - ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলনের সমাপ্তি।
•     ১৯৯২ - মুসলিম রাষ্ট্র বসনিয়ার স্বাধীনতা লাভ।

জন্ম
•     ১৪৮৩ - চিত্রশিল্পের রেনেসাঁস যুগের ইতালিয়ান অন্যতম প্রধান শিল্পী রাফায়েল। তিনি ১৫২০ সালের একই দিন ৬ অর্থাৎ এপ্রিল পরলোকগমন করেন।
•     ১৮৪৯ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী।
•     ১৯৩১ (মতান্তরে ১৯২৯) - সুচিত্রা সেন। ভারতীয় বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তার খ্যাতি ছিলো অসামান্য। ১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস জয় করেন সুচিত্রা সেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করেন। ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান দেয়।

মৃত্যু
•     ১৮৯২ - নরওয়েজিয়ান গণিতবিদ নিল্‌স হেনরিক আবেল।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।