ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, মে ৫, ২০১৬
ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৫ মে ২০১৬, বৃহস্পতিবার। ২২ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮২১ - নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যুবরণ করেন।
•     ১৯৪৫ - হল্যান্ড ও জার্মানি হিটলারের ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়।
•     ১৯৬১ - অ্যালান শেফার্ড প্রথম আমেরিকান হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।

জন্ম
•     ১৮১৮ - প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্কস।
•     ১৮১৩ - ডেনিশ দার্শনিক এবং তাত্ত্বিক সারেন কিয়েরকেগর।
•     ১৯১১ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেন। ১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি ১৫ জনের একটি বিপ্লবী দলকে নেতৃত্ব দেন। প্রীতিলতার দল ক্লাবটি আক্রমণ করে এবং পরবর্তীতে পুলিশ তাদের আটক করে। পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।
•     ১৯৮৩ – ইংরেজ অভিনেতা হেনরি কেভিল।
•     ১৯৮৮ - ইংরেজ গায়িকা এবং গীতিকার আডেল।

মৃত্যু
•     ১৯৩০ - বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা মনোরঞ্জন সেন।
•     ২০০৬ - ভারতীয় সঙ্গীত পরিচালক নওশাদ আলী।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এসএমএন/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।