ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

সিংহ দলের গাছঘুম!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, মে ১০, ২০১৬
সিংহ দলের গাছঘুম!

ঢাকা: সিংহের তাড়া খেয়ে বনের পশু-পাখি সাধারণত আশ্রয় খোঁজে গাছে। কিন্তু স্বয়ং সিংহ কার ভয়ে উঠলো গাছের মগডালে? তাও আবার দলবেঁধে!     

না না কারও ভয়ে নয়, তানজানিয়ার সেরেঙ্গেটির লেক মানিয়ারা ন্যাশনাল পার্কে সুপ্রশস্ত ডালপালা মেলা গাছের শাখায় শুয়ে অলস সময় পার করছে তারা।



১৫টি দাম্ভিক সিংহ-সিংহী বিশ্রামরত। কেউ কেউ ঘুমাচ্ছেও নাক ডেকে। গা এলিয়ে বিরক্ত সিংহী মায়েরা যখন একটু শান্তিতে চোখ বুজলো তখন তাদের শাবকেরা নিচে নামার জন্য ছটফট করছিলো।

ব্রিটিশ প্রবাসী আলোকচিত্রী জিনা ওয়েন থাকেন তানজানিয়ার জানজিবারে। বিরল দৃশ্যটি চোখে পড়ায় তিনি তা ফ্রেমবন্দি করেন।

৩৩ বছর বয়সী জিনা বলেন, বিশেষত এই সিংহরা গাছের উপর দীর্ঘ সময় জুড়ে অবস্থান করার জন্য পরিচিত।

এ ঘটনা খুবই বিরল। কারণ সিংহরা গাছে বসত করার প্রাণী নয়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।