ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মে ১৩, ২০১৬
কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৩ মে ২০১৬, শুক্রবার। ৩০ বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৬৩৮ - সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়।
•     ১৮৪৬ - যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
•     ১৯৯৫ - প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশদ্ভূত এলিসন অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয় করেন।

জন্ম
•     ১৮৫৭ - নোবেল পুরস্কারবিজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রস।
•     ১৯৩৮ – ইতালিয়ান রাজনীতিবিদ জিউলিয়ানো আমাতো।
•     ১৯৬৬ - বাংলাদেশি দাবা খেলোয়াড় নিয়াজ মোরশেদ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দাবা খেলায় তিনি ১ম গ্র্যান্ড মাস্টার খেতাব পেয়েছেন।  

মৃত্যু
•     ১৯৪৭ – কবি সুকান্ত ভট্টাচার্য। তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কলকাতায়। খুবই অল্পবয়স থাকাকালেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে লেখালেখি করেন। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে- ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), ঘুম নেই (১৯৫৪), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এসএমএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।