ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচয়ে বড় পোকা লম্বায় ২৫ ইঞ্চি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, মে ১৪, ২০১৬
বিশ্বের সবচয়ে বড় পোকা লম্বায় ২৫ ইঞ্চি!

ঢাকা: আধ ইঞ্চি, এক ইঞ্চি নয়, বিশ্বের সবচেয়ে বড় পোকা স্টিক বাগ লম্বায় প্রায় ২৫ ইঞ্চি! সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চেংদুর এক ইনসেক্ট মিউজিয়ামের বিজ্ঞানীরা স্টিক বাগকে বিশ্বের সবচেয়ে বড় পোকা হিসেবে ঘোষণা দিয়েছেন।

 


লম্বা কাঠির মতো পোকাটি আবিষ্কার করেছেন পশ্চিম চীনের ইনসেক্ট মিউজিয়ামের গবেষক ঝাও লি।

অদ্ভুতদেহী পোকাটি দু’বছর আগে চীনের গুয়াংঝি স্বায়ত্তশাসিত অঞ্চলে খুঁজে পান ঝাও লি। বর্তমানে এটি বিশ্বের শণাক্ত করা আট লাখ সাত হাজার ছয়শো ২৫টি পোকার মধ্যে সবচেয়ে লম্বা।  
ঝাও লি জানান, ১৯৯৮ সালে স্থানীয়দের মুখে তিনি প্রথম এ পোকাটির কথা শোনেন। স্থানীয়রা মানুষের তর্জনী আঙুলের মতো মোটা একটি পোকা দেখেছেন বলে ঝাওকে জানান। এরপর থেকেই পোকাটিকে খুঁজতে শুরু করেন ঝাও।


অবশেষে ২০১৪ সালের ১৬ আগস্ট তিনি পোকাটিকে খুঁজে পান। এক রাতে ঝাও গুয়াংঝির লিউঝু সিটির এক হাজার দুইশো মিটার উঁচু পাহাড়ে পোকা সংগ্রহ করছিলেন। এরপর আলোছায়ায় দেখতে পান গাছের সরু ডালের মতো একটি পোকা। ঝাও জানান, খুব কাছ দেখে দেখলাম পোকাটির পা তার শরীরের মতো একই পরিমাপে লম্বা। শুধু তাই নয়, পোকাটি প্রকৃতির সঙ্গে মিলিয়ে গায়ের রং পাল্টাতে পারে।

যখন ঝাও ইনসেক্ট মিউজিয়াম অব ওয়েস্ট চীনাতে পোকাটি নিয়ে গবেষণা করছিলেন তখন পোকাটি ছয়টি ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় সবচেয়ে ছোট বাচ্চাটি লম্বায় ছিলো প্রায় সাড়ে ১০ ইঞ্চি। যা কিনা বিগত রেকর্ডের তুলনায় দ্বিগুণ।


বিগত রেকর্ড বলতে, ২০০৮ সালে মালয়েশিয়ায় যখন স্টিক বাগ পাওয়া যায় তখন এর দৈর্ঘ্য ছিলো ২২.৩২ ইঞ্চি। ওই স্টিকবাগটি বর্তমানে লন্ডনের নেচারাল হিস্টোরি মিউজিয়ামের শোকেজে রাখা হয়েছে।
ঝাও পোকাটি পুনরায় আবিষ্কারের পর স্টিক বাগের নাম রাখা হয়েছে ফ্রিজেনিস্ট্রিয়া চিনেন্সিস ঝাও। পোকাটির সম্পূর্ণ বিশ্লেষণ বিষয়ে একটি রিসার্চ পেপার খুব দ্রুত প্রকাশ পাবে বলে জানান ঝাও।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।