ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

ফিচার

চীনের সবচেয়ে উঁচু গুহা শুয়াংহি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, মে ১৯, ২০১৬
চীনের সবচেয়ে উঁচু গুহা শুয়াংহি

ঢাকা: সম্প্রতি চীন ও ফ্রান্সের একদল অনুসন্ধানী চিহ্নিত করেছেন চীনের সবচেয়ে দীর্ঘতম গুহা। গুহাটি উচ্চতায় প্রায় একশো ৮৬ কিলোমিটার।

চীনের সবচেয়ে উঁচু ও এশিয়ার দ্বিতীয় উচ্চতম এ গুহাটি শুয়াংহি বা কার্স্ট গুহা নামেও পরিচিত। স্থানীয়রা গুহাটিকে লাও গ্যান ডং নামে চেনে।    

 


গুহা গবেষকরা চলতি বছরের ১৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণ-পশ্চিম চীনের গাইজু প্রদেশের ওয়েনকোং জনপদের শুয়াংহি গুহায় একটি যৌথ অভিযান চালান।

অনুসন্ধানীরা গুহার অভ্যন্তরে ১৩টি স্থানে মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম খুঁজে পেয়েছেন। পড়ে থাকা অস্থিগুলোর বেশকিছুকে তারা ভাল্লুক ও হাতির বলে ধারণা করছেন।

কার্স্ট গুহাটি প্রথম আবিষ্কার হয় ১৯৮০ সালে। এরপর ১৯৮৭ সাল থেকে এ গুহা নিয়ে ১০টিরও বেশি পরীক্ষা-নিরীক্ষা করেছে চীন ও বিদেশি গবেষকরা। এসব গবেষণায় গুহাটির মোট দুইশো তিনটি প্রবেশপথ খুঁজে পাওয়া গেছে।


নতুন অভিযানে গবেষকরা জানান, ২০১৪ সালে শুয়াংহির উচ্চতা যতটুকু ছিলো তার তুলনায় সে ২৫ কিলোমিটার বেড়েছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।