ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ফিচার

আগামী বছরেই হাই-টেক টুথব্রাশ প্রফিক্স

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৬
আগামী বছরেই হাই-টেক টুথব্রাশ প্রফিক্স

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল শহরভিত্তিক একটি কোম্পানি বাজারে ছাড়তে যাচ্ছে একটি হাই-টেক টুথব্রাশ। সুবিধা হচ্ছে, এ টুথব্রাশ দিয়ে দাঁত মাজার সময় তা মুখের ভেতরের পুরো অংশ ভিডিও করবে।

চাইলে ব্যবহারকারী দাঁতের কোনো ক্ষত বা সমস্যার ছবিও তুলে রাখতে পারবেন।
প্রফিক্স নামের ভিডিও টুথব্রাশটি আবিষ্কার করেছেন ডক্টর ক্রেইগ এস. কোহলার। ব্যবহারকারীরা ওয়াইফাই ও ব্লুটুথ ব্যবহার করে  মুখের ভেতর থেকে করা ভিডিওটি নিজেদের স্মার্ট ফোনে নিতে পারবেন।
১.
টুথব্রাশটি একটি কম্পেনিয়ন অ্যাপ্লিকেশনের সাহায্যে কাজ করবে। এতে ব্যবহারকারীরা ভিডিও ফিড দেখতে পারবে এবং তাদের ওরাল হেলথের অগ্রগতি বুঝতে পারবে।
কোহলার শিকোগো ট্রিবিউনকে জানান, মুখের ভেতরের অংশ আপনি লাইভ দেখতে পাবেন, বিভিন্ন অংশের ছবি তুলতে পারবেন। ছবিগুলোকে অ্যালবাম করেও ‍রাখা যাবে।

প্রফিক্স টুথব্রাশের জন্য এখনি ডিসকাউন্টে অগ্রিম অর্ডার নেওয়া হচ্ছে। ২০১৭ সালে বাজারে এটি ৩৯৯ ডলারে পাওয়া যাবে। যা বর্তমানে ডিসকাউন্টে কেনা যাবে ২৯৯ ডলারে।
২.
কোহলার নিজেও হাই-টেক টুথব্রাশটি ব্যবহার করছেন এবং ধারণকৃত ভিডিও নিজের রোগীদের সঙ্গে শেয়ার করছেন।  
তার বিশ্বাস প্রফিক্স টুথব্রাশের ব্যবহার গ্রাহকদের দাঁতের স্বাস্থ্য সম্পর্কে আরও কিছু শেখাবে ও সচেতন করবে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ২৩, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।