ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

বৃষ্টি, খো‍ঁড়াখুঁড়িতে শাঁখারীবাজারে দ‍ুর্ভোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ২৭, ২০১৬
বৃষ্টি, খো‍ঁড়াখুঁড়িতে শাঁখারীবাজারে দ‍ুর্ভোগ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, কৈলাশ ঘোষ লেন, প্রসন্ন পোদ্দার লেনসহ আরও কয়েকটি এলাকার রাস্তার উন্নয়ন এবং নর্দমার সংস্কার কাজ চলছে। তবে কাজের ধীরগতিতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।


প্রায় দুই তিন মাস ধরে খোঁড়াখুঁড়ির কাজ চলছে, অবশ্য সড়কের অর্ধেক অংশের নর্দমার কাজ প্রায় শেষ। বাকি অর্ধেকের কাজ চলছে। বৃষ্টিতে চলাচলের রাস্তা সংকুচিত হয়ে অসুবিধায় পড়েছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান- দীর্ঘ সময় নিয়ে কাজ চলছে। এই নর্দমা আর রাস্তার কাজ অনায়াসেই আরও তাড়াতাড়ি হতে পারতো বলে অভিযোগ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, শাঁখারীবাজার এলাকায় বৃষ্টির মধ্যে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ থাকলেও রাস্তার উপরে মাটি, ইট স্তূপ করে রাস্তার অর্ধেক অংশে রাখা। ফলে কর্দমাক্ত সড়কে পানি আর মাটি মাড়িয়ে এলাকাবাসী সরু পথ দিয়েই চলাচল করছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।