ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

১ মিনিটে ছাড়ান কিউইর খোসা (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জুন ২, ২০১৬
১ মিনিটে ছাড়ান কিউইর খোসা (ভিডিওসহ)

ঢাকা: সুস্বাদু সবুজ কিউই ফলটির গায়ে বাদমি খোসা। ফলটির খোসা ছাড়ানোর পদ্ধতি ব্যক্তি বিশেষে ‍আলাদা।

তবে এ পদ্ধতিকে সহজতর করতে কে না চায়?

 

কিউই ফলটি বেশিরভাগ সময়ে স্কুপ করে খাওয়া হয়। কিন্তু যখন ফ্রুট সালাদের জন্য কাটা হয় তখন খোসা ছাড়াতে অনেকটা সময় চলে যায়।

নতুন একটি লাইফ হ্যাক ভিডিওতে দেখানো হয়েছে কী করে মাত্র এক মিনিটে কিউইর খোসা ছাড়ানো যায়। মাত্র তিনটি ধাপে কিউইর খোসা ছাড়ানোর পদ্ধতি দেখতে ভিডিওটি দেখতে হবে -

প্রথম ধাপে, ছুরি দিয়ে ফলটির দু’পাশের বোঁটা কেটে ফেল‍ুন।

দ্বিতীয় ধাপে, খোসার ওপর লম্বা করে আঁচড় কাটুন। বেশি গভীরে যাবেন না। শুধু খোসা পর্যন্ত ছুরি নিন।

সবশেষে খোসার কাটা অংশে চামচ বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফলটি বের করে আনুন। এবার প্রয়োজন অনুযায়ী কেটে ফ্রুটস সালাদ বানান। মাত্র এক মিনিটেই হয়ে গেলো কাজটি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।