ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ফিচার

মাছ নিয়ে খেলা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
মাছ নিয়ে খেলা! ছবি: শেখ সুমন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অ্যাকুরিয়ামে রঙিন মাছ পোষা কেবল শখই নয়, এটি বাড়ি-ঘর বা রেস্তোরাঁর শোভা বাড়িয়ে দেয় বহু গুণে।

অ্যাকুরিয়ামের রঙিন মাছ শিশুদের বেশ আনন্দ দেয়; শুধু শিশু নয় এ বিষয়টি হতে পারে অবসরের আনন্দও, খেলার অংশও!

রাজধানীর কাঁটাবনে পাওয়া যায় বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর অ্যাকুরিয়াম ও সামুদ্রিক মাছ।

মাছগুলোর বিভিন্ন রঙ, এর মধ্যে বিদেশি মাছের আধিক্যই বেশি। সেসব মাছের ছোটাছুটি, ডিগবাজিতে যেন মন ছুঁয়ে যায়।

শখ করে মাছ পুষাতে চাইলে প্রথমে ২৪, ১২, ১২ বা ৩০, ১৫, ১৫ ইঞ্চি আয়তনের অ্যাকুরিয়াম দিয়ে শুরু করা যেতে পারে। এক্ষেত্রে অ্যাকুরিয়ামের কাঁচ অবশ্যই ভালো মানের কিনা দেখে নিতে হবে। আর এমন অ্যাকুরিয়াম মিলবে কাটাবনেই।

আর মাছের মধ্যে রয়েছে নানা জাত। যার দাম ৪০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত।

এখানে এসে দেখা মেলে এক শিশুর সঙ্গে। সে মাছ দেখে মনের আনন্দে মেতে উঠেছে। আসলেই এসব মাছের খেলা ও লাফালাফিতে মন যে কারো ভালো না হয়ে পারেই না।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।