ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

ঠুলঠুলিয়ায় নৌকার কারিগরদের ব্যস্ত সময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
ঠুলঠুলিয়ায় নৌকার কারিগরদের ব্যস্ত সময় ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডেমরা ঘুরে: শুরু হয়েছে বর্ষাকাল। এই সময়টায় ঢাকাসহ দেশের নিম্নাঞ্চলে যোগাযোগের অন্যতম মাধ্যম নৌকা।

সে কারণে বর্ষাকালে নৌকার চাহিদা বেড়ে যায়।

 

এই চাহিদা পূরণ করতে বর্ষা আসার আগ থেকেই রাজধানীর ডেমরা থানার ঠুলঠুলিয়ায় কর্মব্যস্ততা যাচ্ছে নৌকার কারিগরদের।

 

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরে তারা ২-৩ মাস ব্যস্ত থাকেন নৌকা তৈরির কাজে। কেবল বর্ষা আসার আগ মুহূর্তে অর্থাৎ বাংলা বর্ষপঞ্জিকার জৈষ্ঠ্য মাস থেকে তাদের কাজ শুরু হয়। চলে শ্রাবণ মাস পর্যন্ত।

কারিগররা জানান, তারা মূলত কোষা নৌকা বানান। নৌকাগুলো বিভিন্ন আকারের হয়ে থাকে। লম্বায় ৮ হাত থেকে শুরু করে ১২ হাত পর্যন্ত নৌকা বানানো হয় এখানে।

যার প্রতিটির মূল্য আকার ভেদে ২০০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

নৌকা তৈরির ক্ষেত্রে বডিতে ব্যবহৃত হয় চম্বল কাঠ আর পাটাতনে ব্যবহৃত হয় কেরোসিন কাঠ।

এখানকার তৈরি নৌকা রাজধানী ও আশেপাশের এলাকার চাহিদা পূরণ করে। বর্ষায় পানি বেশি হলে এই কারিগরদের ব্যবসা ভাল হয়।

কারিগররা আরও জানান, বর্ষাকেন্দ্রিক নৌকা বানালেও বছরের অন্য সময় তারা ব্যস্ত থাকেন আসবাবপত্র তৈরির কাজে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।