ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

বসনে নান্দনিক ফ্রুট ও ভেজিটেবল প্রিন্ট

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
বসনে নান্দনিক ফ্রুট ও ভেজিটেবল প্রিন্ট

ঢাকা: কাপড়ে ব্লকপ্রিন্টের জনপ্রিয়তা রয়েছে। অনেকে ঘরেই কাপড়ে ব্লকপ্রিন্ট করেন।

আর এ প্রিন্টের নান্দনিক আইটেম হচ্ছে- ফ্রুট ও ভেজিটেবল প্রিন্ট। সবজি ও ফল কেটে রঙে ডুবিয়ে তা দিয়ে কাপড়ে ব্লক করা। মজার ও ব্যতিক্রম এ শিল্পটি হয়তো অনেকেই ট্রাই করেছেন। আরেকবার দেখে নিন-

কী ফল ও সবজি ব্যবহার করা যায়-
এই ব্লকে নানারকম ফল বা সবজি ব্যবহার করতে পারেন।
ফলের মধ্যে - আপেল, নাশপাতি, কমলা, লেবু, কলা ইত্যাদি।
সবজির মধ্যে - ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, বেল পেপার, গাজর, ভুট্টা, চাইনিজ ক্যাবেজ, মাশরুম, আলু, ঢেঁড়স ইত্যাদি।

ব্লক করতে যা যা লাগবে-
•     পছন্দসই ফল ও সবজি
•     ছুরি
•     ফেব্রিক কালার
•     পাস্টিকের প্লেট বা ট্রে
•     স্পঞ্জ
•     মোটা শক্ত কাগজ
•     কালার ব্রাশ

ফল ও সবজি কাটার নিয়ম
•    প্রথমে ফল ও সবজি ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। ফল ও সবজি কাটার কিছু নিয়ম রয়েছে।
•     আপেল ও নাশপাতি – দৈর্ঘ্য অনুযায়ী অর্ধেক কাটুন।
•     কলা– মাঝখান থেকে অর্ধেক কাটুন।
•     কমলা ও লেবু – আড়াআড়িভাবে অর্ধেক।
•     বেল পেপার – আড়াআড়ি করে কাটুন ও বিচি ফেলে দিন।
•     ব্রোকলি ও ফুলকপি– ফুলগুলো আলাদা করলেই হবে।
•     মাশরুম– অর্ধেক করে কাটুন।
•     বাঁধাকপি– দু’ভাগ, চারভাগ বা আরও ছোট করতে পারেন।
•     আলু ও গাজর– এগুলোর উপর ডিজাইন করা যাবে।
•     ঢেঁড়স– মাঝখান থেকে দু’ভাগ করুন।

ব্লক যেভাবে হবে
•    ট্রের উপর স্পঞ্জ প্যাড রেখে তাতে রং ঢালুন। ব্রাশ দিয়ে স্পঞ্জে রং ছড়িয়ে দিন।
•    মোটা শক্ত কাগজের উপর কাপড় বিছিয়ে পছন্দসই ফল বা সবজি কালার স্পঞ্জে চাপ দিয়ে কাপড়ে ব্লক করুন।
•    যদি জামা, টি-শার্ট বা ফতুয়াতে ব্লক করতে চান তাহলে জামার ভেতর মোটা কাগজ দিয়ে নিতে হবে। যাতে ওপিঠে ব্লকের ছাপ না পড়ে।
•    ব্লকের সুবিধার্থে পেন্সিল দিয়ে পয়েন্ট করে নিতে পারেন কোথায় কোথায় ছাপ দেবেন।
•    ব্লক করা হয়ে গেলে তা ফ্যানের বাতাসে শুকাতে দিন। পরে রোদে শুকান।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।