ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিন

প্রথিতযশা স্থপতি মাজহারুল ইসলামের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
প্রথিতযশা স্থপতি মাজহারুল ইসলামের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ জুলাই ২০১৬, বৃহস্পতিবার। ৩০ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৮৯ - বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
•     ১৯১৭ - ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে।
•     ১৯২৭ - হাওয়াইতে প্রথম বাণিজ্যিক প্লেন চালু হয়।
•     ১৯৫৮ - ইরাকে বিপ্লব সংঘটিত। রাজতন্ত্র বিলুপ্ত করে ইরাকে প্রজাতন্ত্র ঘোষণা।

জন্ম
•     ১৯১৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি জেরাল্ড ফোর্ড।

মৃত্যু
•     ২০১২ - বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি মাজহারুল ইসলাম। বাংলাদেশের স্থাপত্য পেশাচর্চার পথিকৃৎ মাজহারুল ইসলাম। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রথম সভাপতি ছিলেন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ স্থপতি মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণসহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। প্রখ্যাত এ স্থপতি ২০১২ সালের ১৪ জুলাই শনিবার রাত ১২টা ৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৮৯ বছর।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।