ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিন

বাংলার নবজাগরণ যুগের কবি অক্ষয় কুমার দত্তের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
 বাংলার নবজাগরণ যুগের কবি অক্ষয় কুমার দত্তের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ জুলাই ২০১৬, শুক্রবার। ৩১ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮১৫ - ওয়াটারলু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দি হন।
•     ১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবিমা কার্যক্রম চালু হয়।
•    ১৯৩৯ - নিউ ইয়র্কের নারী বৈমানিক কারা অ্যাডামস প্রথম প্লেনে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।

জন্ম
•    ১৮২০ - বাংলা সাহিত্যের প্রবন্ধকার অক্ষয় কুমার দত্ত। ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণ যুগের অন্যতম কবি তিনি। বাংলা, সংস্কৃত ও ফারসিসহ বিভিন্ন ভাষায় দক্ষ এ লেখক সংবাদপত্রে প্রথম লেখালেখি শুরু করেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। ১৮৩৯ সালে তিনি তত্ত্ববোধিনী সভার অন্যতম সভ্য মনোনীত হন। কিছুদিন সভার সহ-সম্পাদকের দায়িত্বেও ছিলেন। ১৮৪০ সালে তত্ত্ববোধিনী পাঠশালার ভূগোল ও পদার্থবিদ্যার শিক্ষক নিযুক্ত হন। ১৮৪২ সালে তিনি নিজস্ব উদ্যোগে বিদ্যা‌দর্শন নামের একটি মাসিক পত্রিকা চালু করেন।
•    ১৯০৫ - নোবেলজয়ী রুমানীয়-মার্কিন সাহিত্যিক এলিয়াস কানেত্তি।

মৃত্যু
•    ১৯০৪ - রুশ লেখক আন্তন চেখভ।
•    ১৯১৯ - নোবেলজয়ী জার্মান জৈবরসায়নবিদ এমিল ফিশার।
•    ১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এসএমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।