ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিন: মাদার তেরেসা ও সাইফুর রহমানের চলে যাওয়ার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
ইতিহাসের এই দিন: মাদার তেরেসা ও সাইফুর রহমানের চলে যাওয়ার

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ০৫ সেপ্টেম্বর ২০১৬, সোমবার। ২১ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৬১২– চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।
১৬৬৬– লন্ডনের অগ্নিকাণ্ডের সমাপ্তি। তিনদিন ধরে চলা এই অগ্নিকাণ্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রানহানি ঘটে।
১৭৬২– ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
১৯৩৯– দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তার নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯৬০– রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন।
১৯৭২– মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরাইলিকে হত্যা করে।
২০০০– টাভালু জাতিসংঘে যোগ দেয়।

ব্যক্তি: জন্ম
১১৮৭– অষ্টম লুইস, ফ্রান্সের রাজার জন্ম।
১৭৭৪– ডেভিড ফ্রেডরিখ, জার্মান চিত্রকর, ক্যাস্পারের জন্ম।
১৯৫৪– রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
১৯৭০– বাংলাদশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক৷
১৯৭৯– আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসংগীত শিল্পী (সরোদিয়া)।
১৯৯১– ইমরান মাহমুদুল হক, বাংলাদেশি সংগীত শিল্পী।

মৃত্যু
২০০৯– সালের এই দিনে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশের অন্যতম সফল অর্থমন্ত্রী।
১৯৯৭– মাদার তেরেসা, আলবেনীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী।  
তিনি ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী। ১৯৫০ সালে কলকাতায় তিনি মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন।
১১৬৫– নিযো, জাপানের সম্রাট।
১৫৬৬– তুর্কী সুলতান সোলাইমান আজম।
১৭৮৬– পর্যটক জন হ্যানয়, ইংরেজ ব্যবসায়ী।
১৮৫৭– অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
১৮৫৯– শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত হন।
১৯৭৫– আব্দুল আলীম, লোকসংগীত কণ্ঠশিল্পী।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।