ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

এক কাপ কফি, আকাশে উড়লেই দাম ৪০০০ শতাংশ বেশি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
এক কাপ কফি, আকাশে উড়লেই দাম ৪০০০ শতাংশ বেশি

আকাশ ভ্রমণ করছেন? উঠেছেন সস্তা দরের কোনো ফ্লাইটে? কোনো সমস্যা নেই। তবে ভ্রমণ পথে কফি পানের ইচ্ছাটি করার আগে দু’বার ভাবুন।

গবেষণালব্ধ তথ্য হচ্ছে, একটি এয়ারলাইন কফি পরিবেশন করলে তার দাম রাখে ২.৫৫ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় যা আড়াইশ’ টাকার কিছু বেশি)। ওই একই কফি যদি আপনি ঘরে বসে বানিয়ে খান তাহলে তাতে খরচ হবে মোটে ৬ পেন্স (বাংলাদেশি মুদ্রায় ৬ টাকার কিছু বেশি)

মানে হচ্ছে আপনি পরিশোধ করছেন মূল দামের ৪০০০ শতাংশ বেশি দাম।

সস্তা দরের যেসব ফ্লাইট রয়েছে সেগুলোতে পরিবেশিত কফি যেহেতু নগদ অর্থে কিনে খেতে হয় তাই এ সতর্কতা।

যেমন ধরুন লাভাটসা কফির এক কাপ মেলে ২.৫৫ পাউন্ডে। কিন্তু একই কফি সুপারমার্কেট থেকে ১০০ গ্রামের এক টিন পাওয়া যায় ৩ পাউন্ডে। যাতে প্রতি কাপের দাম পড়ে মাত্র ৬ পেন্স।

এটি রায়নাএয়ারের হিসাব। একই কফি ইজি জেট এ ২.৩০ পাউন্ড, টমাস কুক এ ২.৮০ পাউন্ড, ফ্লাইবিতে ২.৫০ পাউন্ড, জেট২তে ২.৬০ পাউন্ডে বিক্রি হয়।    

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।