ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

হেমন্তের সকালে শীতের সাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
হেমন্তের সকালে শীতের সাজ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রোদের দাপট শুরু হওয়ার আগে ঘাসের ডগায় টলটল করে শিশিরের ফোটা। এ যেনো মাসখানেক পরের পৌষ মাসেরই আগাম মহড়া।

হেমন্তের সকালে জেঁকে বসতে শুরু করেছে কুয়াশা। দিনের আলোয় লুকিয়ে পড়লেও ভোরের হাওয়ায় এখন নিত্যদিনই কুয়াশার মেলা।

রোদের দাপট শুরু হওয়ার আগে ঘাসের ডগায় টলটল করে শিশিরের ফোটা। এ যেনো মাসখানেক পরের পৌষ মাসেরই আগাম মহড়া। শুক্রবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুর।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।