ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

দিনাজপুরে ব্যস্ত সময় পার করছেন ধুনরিরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
দিনাজপুরে ব্যস্ত সময় পার করছেন ধুনরিরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সকাল-সন্ধ্যা শীতল বাতাস জানান দিচ্ছে আসছে শীত। আর দেশের উত্তর‍াঞ্চলের আতিথ্য গ্রহণ করতে যেনো শীত বেশি পছন্দ করে।

দিনাজপুর: সকাল-সন্ধ্যা শীতল বাতাস জানান দিচ্ছে আসছে শীত। আর দেশের উত্তর‍াঞ্চলের আতিথ্য গ্রহণ করতে যেনো শীত বেশি পছন্দ করে।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক তোফাজ্জুর রহমান রোববার (১৩ নভেম্বর) বাংলানিউজকে জানান, আগামী দু’এক সপ্তাহের মধ্যে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।

উত্তরের জেলা দিনাজপুরে এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে লেপ-তোষক ধুনরিরা। কেবল নতুন লেপ-তোষক বানানো নয়, পুরনোগুলো নতুন করে তুলা যোগ করে বানিয়ে নিচ্ছেন অনেকে।

দিনাজপুর শহরের পুলহাট এলাকার ব্যবসায়ী রাকিব বলেন, শীত জেঁকে বসার আগেই প্রস্তুতি নিয়ে নিচ্ছি।

দিনাজপুরের শিকদারহাট এলাকার তুলা-লেপ-তোষক ব্যবসায়ী আবুল কালাম জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বেশ খানিকটা আগেই লেপ-তোষক বানানোর অর্ডার আসতে শুরু করেছে। শীতের তীব্রতা বেশি হলে গত বছর যে ঘাটতি হয়েছিলো তা পূরণ হওয়ার সম্ভবনা রয়েছে। শিমুল তুলার চাহিদা বেশি থাকায় আগে থেকেই মজুদ করা হয়েছে।

ধুনরি মো. নাসিম জানান, বছরের এই ক’টা মাসই আমাদের ব্যস্ততা থাকে। এখন শীতের সঙ্গে সঙ্গে আমাদের ব্যস্ততা বাড়তে থাকবে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।