ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

শুঁটকির শৈল্পিকতা...  

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
শুঁটকির শৈল্পিকতা...   ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

চলছে ভরা মৌসুম। গভীর সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। জালে ধরা পড়া সমুদ্রের সেই মাছগুলো এসে জমা হয় ডাঙায়। কাঁচা মাছ শুকিয়ে তৈরি করা হয় শুঁটকি। সেই শুঁটকি তৈরিতে জেলেদের হাতের ছোঁয়ায় শৈল্পিক রূপ পায় দুবলারচর।

দুবলারচর থেকে ফিরে: চলছে ভরা মৌসুম। গভীর সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত জেলেরা।

জালে ধরা পড়া সমুদ্রের সেই মাছগুলো এসে জমা হয় ডাঙায়। কাঁচা মাছ শুকিয়ে তৈরি করা হয় শুঁটকি। সেই শুঁটকি তৈরিতে জেলেদের হাতের ছোঁয়ায় শৈল্পিক রূপ পায় দুবলারচর।
 
রাস পূর্ণিমার সময় সমুদ্রবক্ষে দুবলার চরে রোববার জেলেদের শত শত চাতালে মাছ শুকানোর কিছু দৃশ্য পূণ্যার্থী ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। কংকন, ফ্যাঁসা, ছুরি, কলাপাতা, বাঁশপাতা, রূপচাঁদা, চিংড়ি এমন নানান নাম ও জাতের মাছ শুকানোর পর তা যায় দেশের বিভিন্ন প্রান্তে।
 
রাস মেলার রাতে স্থানীয় একটি শুটকির চাতালে বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ দিয়ে তৈরি করা হয়েছে চাতালের প্রবেশ দ্বার।  
 
জ্যোৎস্না ভরা রাতে সেই শুঁটকিতে চাঁদের আলো পড়ে চাতালের প্রবেশ দ্বার ঝলমলে হয়ে উঠে। মেলায় আগত দর্শনাথীদের তা আকৃষ্ট করে।
 
লইট্যা-কইট্যা মাছ। শুঁটকি তৈরির জন্য রোদে ঝুলিয়ে দেওয়া হয়েছে আরেকটি চাতালে। মাছগুলো শুকাতেও শুরু করেছে। ৩/৪ দিনের মধ্যে পুরোপুরি শুঁটকির রূপ পাবে বলে জানান জেলেরা।  
 
বড় বড় মাছগুলো বাঁশের বেড়ায় ঝোলানো। আর ছোট ছোট নানা জাতের মাছগুলো শুকাতে দেওয়া হয়েছে খড়ের ওপর, লাইলনের জালে।  
 
ছুরি মাছ! দেখতে ছুরির মতো। ধবধবে সাদা দেড় থেকে দুই ফুট লম্বা মাছগুলো সকালের রোদে যেন হাসছে।  

দেশের বিভিন্ন প্রান্তে গেলেও মূলত সৈয়দপুর ও চট্টগ্রামেই দুবলার চরের শুটকির চাহিদা বেশি।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।