ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

ফেনী ও যশোর শত্রুমুক্ত, বাংলাদেশকে ভারতের স্বীকৃতি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ফেনী ও যশোর শত্রুমুক্ত, বাংলাদেশকে ভারতের স্বীকৃতি

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন।

৬ ডিসেম্বর, ২০১৬, মঙ্গলবার। ২২ অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৪৯২ - ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস হিসপানিওলা (বর্তমান হাইতি ও ডোমিনিকান রিপাবলিক) আবিষ্কার করেন।
•    ১৮৫৭ - কলিন ক্যাম্পবেলের বাহিনী কানপুরের যুদ্ধে সিপাহি বিদ্রোহীদের পরাস্ত করে।
•    ১৯১৭ - রাশিয়া থেকে পৃথক হয়ে ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে।
•    ১৯২২ - স্বাধীন আইরিশ রাষ্ট্র প্রতিষ্ঠিত।
•    ১৯৭১ – একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত সরকার।
•    মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের পরাজিত করে ফেনী ও যশোরে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান।
•    ১৯৯০ - ক্রমবর্ধমান গণরোষের মুখে ক্ষমতা দখলকারী হুসেইন মুহম্মদ এরশাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

ব্যক্তি
•    ১৮৫৩ - গবেষক ও সাহিত্যিক হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম।
•    ১৮৯৮ - নোবেলজয়ী সুইডিশ অর্থনীতিবিদ কার্ল গুনার মিরডালের জন্ম।
•    ১৯১৭ - ডাচ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সামরিক অফিসার এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ডের (ডব্লিউ এ এস ওডারল্যান্ড) জন্ম।
•    ১৯২৮ - ভারততত্ত্বের গবেষক অধ্যাপক তারাপদ মুখোপাধ্যায়ের জন্ম।
•    ১৯৫৬ - নন্দিত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্ম।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।