ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্ম ছবি: সংগৃহীত

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন।

১২ ডিসেম্বর, ২০১৬, সোমবার। ২৭ অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯১১ - বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
•    ১৯৬৩ - কেনিয়া স্বাধীনতা লাভ করে।
•    ১৯৯১ - উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর।
•    ১৯৯২ - ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৫০০ লোকের প্রাণহানি।
•    ১৯৯৩ - অক্টোবরের বিপ্লবের পর (১৯১৭) প্রথমবারের মতো রাশিয়ায় বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

ব্যক্তি
•    ১৭৩১ - ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক ও লেখক ইরামাস ডারউইনের জন্ম।
•    ১৮৪৬ - বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকারের জন্ম।
•    ১৮৮০ - ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম নায়ক ‘মজলুম জননেতা’ মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্ম।
•    ১৮৮৯ - ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের মৃত্যু।
•    ১৯৩৪ - ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা গ্রন্থকার ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর জন্ম।
•    ১৯৮৬ – একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী রশিদ চৌধুরীর মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।