ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

লন্ডনে প্রথম পত্রিকা ‘ডেইলি কোরান্ট’ প্রকাশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
লন্ডনে প্রথম পত্রিকা ‘ডেইলি কোরান্ট’ প্রকাশ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১১ মার্চ, ২০১৭, শনিবার। ২৬ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৩৯৯ - চতুর্দশ শতকে পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের তিমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুর্কি-মোঙ্গল সেনাপতি তৈমুর লং সিন্ধু নদী অতিক্রম করে ভারতে আসেন।
১৭০২ - লন্ডনে প্রথম ইংরেজি পত্রিকা ‘ডেইলি কোরান্ট’ প্রকাশিত হয়।
১৮১২ - মার্শাম্যানের কলকাতার ছাপাখানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়।
১৯৪০ - যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।
১৯৭৪ - সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।

ব্যক্তি
১৮০৯ - ইংরেজ নাট্যকার ও কবি হান্না কাউলির মৃত্যু।
১৮৪০ - দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা সংকেত লিপির (শর্ট হ্যান্ড লিপি) উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্ম।  তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ছেলে ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই।
১৯১৮ - শিশুসাহিত্যিক ইন্দিরা দেবীর জন্ম।
১৯৩১ - জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউর মৃত্যু।
১৯৯১ - ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেমের প্রয়াণ।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।