ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

অধরা স্বপ্নকে ছুঁতে চাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
অধরা স্বপ্নকে ছুঁতে চাই

আমি তানজিয়া তারিন খাঁন তূর্ণা। ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি।

এ ফলাফল নিয়ে নিজের ওপর বিশ্বাস ছিলো আমার। কিন্তু, আমার থেকেও বেশি বিশ্বাসী ছিলেন আমার বাবা-মা, বড়বোন এবং আমার শিক্ষকরা।

আমি বিশ্বাস করি, তাদের এ বিশ্বাসই আমার এ ফলাফলের প্রধান কারণ। তাদের বিশ্বাস আমাকে সব সময় আশ্বস্ত করতো। আমাকে অনুপ্রেরণা যোগাতে সহায়তা করতো। এ কারণেই নিয়মিত পড়াশোনা করতে পেরেছি।

পাশাপাশি আমার শিক্ষকরা এবং বিশেষভাবে আমার বড় বোন আমাকে পড়াশোনার ব্যাপারে খুবই সাহায্য করতো। মূলত আমার এ ফলাফল সবার মিলিত প্রচেষ্টারই ফসল।

অধরা স্বপ্নটাকে ছুঁতে চাই, প্রশাসনিক পদ অর্জনে আগ্রহী। বিসিএস শেষ করে প্রশাসনিক পদে আসীন থেকে দেশের জন্য কাজ করতে চাই।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।