ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

সোনালি ধান ঘরে ত‍ুলতে ব্যস্ত কৃষক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
সোনালি ধান ঘরে ত‍ুলতে ব্যস্ত কৃষক সোনালি ধান কাটায় ব্যস্ত কৃষক। ছবি- আনোয়ার হোসেন রানা

গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ। এই কথাটি বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্য ও প্রধান পরিচয়ও বটে। গ্রামবাংলার মাঠে এই সোনালি ধানের খেলা নিয়ে কবিরা লিখেছেন কবিতা ও গল্প। সোনালি ধান মানেই নবান্ন উৎসবের আগমনের বার্তা। বৈশাখের শেষ দিকে সারা দেশে কাটা হয় বোরু ধান।

সোনালি বোরু ধান কাটার দৃশ্য ফুটে উঠছে বাংলানিউজের স্টাফ ফটো করসপন্ডেন্ট আনোয়ার হোসেন রানার ক্যামেরায়। ছবিগুলো তুলা হয়েছে  মুন্সীগন্জের সিরাজদিখাঁনের চালতিপাড়া এলাকা থেকে।



ছবি- আনোয়ার হোসেন রানা
বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে ইরি-২৮, ইরি-২৯, বাসমতি সোনালি ধানের শীষ।

ছবি- আনোয়ার হোসেন রানা
ধান কাটার পর আঁটি বেধেঁ খেতেই সাড়িবদ্ধ করে রাখা হচ্ছে ধানের আটি।  

ছবি- আনোয়ার হোসেন রানা
খেত থেকে ধানের আঁটি মাথায় করে নিয়ে বাড়ি ফিরছেন কৃষক।

ছবি- আনোয়ার হোসেন রানা
ধান মাড়াই করা জন্য ব্যবহার করা হচ্ছে মেশিন।  

ছবি- আনোয়ার হোসেন রানা
সোনালি ধান ঘরে তোলার সময় তাইতো কৃষক পরিবারের ছোট থেকে বুড়ো সবাই মহাব্যস্ত।  

ছবি- আনোয়ার হোসেন রানা
ধান শুকানো কাজে ব্যস্ত কৃষান-কৃষানিরা।

ছবি- আনোয়ার হোসেন রানা
ধান কাঁটা, মাড়ানো ও শুকানো শেষে কৃষক পরিবাররা এখন ধান মাপায় ব্যস্ত।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এএইচআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।