ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা ছবি: প্রতীকী

ঢাকা: ইতিহাস কথা বলে। ইতিহাস মানুষের সামনে চলার প্রেরণা। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ কিংবা অভিশাপও হতে পারে।

তবে ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৯ জুন, ২০১৭, সোমবার। ৫ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

    ১৮২৯ - লন্ডন মেট্রোপলিটন পুলিশ গঠন করেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী রবার্ট পিল।
    ১৮৬২ - যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়। সংবিধান পরিবর্তন করে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের

অন্যতম সেরা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
    ১৯১১ - পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
    ১৯৪২ - লাস্যময়ী হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো (১৬) প্রথম বিয়ে করেন পুলিশ কর্মকর্তা জেমস ডোঘার্টিকে (২১)।
    ১৯৬১ - কুয়েত স্বাধীনতা লাভ করে।
    ১৯৯২ - বাংলাদেশ গণতান্ত্রিক ফোরামের আনুষ্ঠানিক ঘোষণা।

ব্যক্তি

    ১৮১৯ - ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মৃত্যু।
    ১৮৬৭ - সপ্তদশ শতকের মেক্সিকান সম্রাট ম্যাক্সিমিলান প্রথমের মৃত্যু।
    ১৯০২ - ইংরেজ ঐতিহাসিক জন অ্যাকটনের মৃত্যু।
    ১৯২২ - নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী অউ নিলস বোরের মৃত্যু।
    ১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।