ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

মাছের জালে মিললো দুই মাথার শুশুক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
মাছের জালে মিললো দুই মাথার শুশুক মাছের জালে মিললো দুই মাথার শুশুক

ঢাকা: সম্প্রতি নেদারল্যান্ডে জেলেদের জালে ধরা পড়েছে দুই মাথার একটি শুশুক। প্রাণী বিজ্ঞানীরা বলছেন, এর আগে কখনও দুই মাথার এমন অদ্ভুত শুশুক দেখা যায়নি।

একটি শরীর ও দু’টি মাথার এই পুরুষ শুশুকটির বৈজ্ঞানিক নাম Phocoena phocoena।  

রটারড্যামের এরারসমাস এমসি ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষক এরউইন কমপানজে শুশুকটি সম্পর্কে বলেন, স্থলজ ও জলজ দুই ধরনের স্তন্যপায়ীদের তুলনায় এটি বেশ আলাদা।

প্রজাতিটি বেশ অপরিচিত। এর সম্পর্কে তেমন কোনো তথ্য আমাদের হাতে নেই।  

তিনি বলেন, আমরা যতোদূর জানি জলফিন ও তিমির জমজ বাচ্চা জন্মানোর খুব অল্প সময়ের মধ্যে মারা যায় কারণ, তাদের লেজ পর‌্যাপ্ত শক্ত হয় না। নতুন জন্ম নেওয়া বাচ্চার সাঁতারের জন্য শক্ত লেজ খুব জরুরি।  

‘এমনিতে সেটাসিয়ানদের (তিমি প্রজাতি) মধ্যে জমজ জন্মানোর সম্ভাবনা খুবই দুর্লভ। একটির চেয়ে বেশি বাচ্চা পেটে ধরার জন্য নারী সেটাসিয়ানদের পর‌্যাপ্ত জায়গা নেই। ’

সেই জায়গায় একটি শুশুকের দু’টি মাথাও দুর্লভ ব্যাপার। বলতে হবে, এটি প্রকৃতির বিস্ময়। আমরা এই নতুন অতিথির উপর গবেষণা করছি, যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।