ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

লেখক আহমদ ছফার জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
লেখক আহমদ ছফার জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ জুন, ২০১৭, শুক্রবার। ১৬ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৫৭- বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ত্রিশ হাজার সৈন্য নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন।
১৮৫৫- ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।
১৮৯৪- লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়।
১৯১৪- মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় থাকাকালে ভারতীয় উপমহাদেশের অধিকার নিয়ে কথা বলে গ্রেফতার হন।
১৯১৬- জাপান ও রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬০- কঙ্গো বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম
১৯৩৯- হোসে এমিলিও পাচেকো, মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।
১৯৪৩- আহমদ ছফা। মৃত্যু ২৮ জুলাই, ২০০১। তার লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে। তিনি ২০০২ সালে সাহিত্যে মরণোত্তর একুশে পদক পান। জীবদ্দশায় আহমদ ছফা তার প্রথাবিরোধী, নির্মোহ, অকপট দৃষ্টিভঙ্গির জন্য বুদ্ধজীবী মহলে বিশেষ আলোচিত ছিলেন।

মৃত্যু
১৯৬১- আমেরিকার বিজ্ঞানী নি ডি ফরেস্ট মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।