ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০১ জুলাই, ২০১৭, শনিবার। ১৭ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯২১ - তৎকালীন পূর্ববঙ্গে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গৌরব ও সম্মানের স্বাক্ষর রেখে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৭তম বর্ষে পদার্পণ করেছে।
•    ১৮৬৭ - কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
•    ১৯৬০ - ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
•    ১৯৬২ - আফ্রিকার ছোট্ট দুই দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
•    ১৯৯৭ - চীনের গুরুত্বপূর্ণ দ্বীপ জনপদ হংকংকে তাদের কাছে ফিরিয়ে দেয় ব্রিটেন।
•    ২০১৬ - ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হামলা। রাতেই তাদের শক্ত হাতে দমন করে নিরাপত্তা বাহিনী।

ব্যক্তি
•    ১৬৪৬ - জার্মান দার্শনিক এবং গণিতবিদ গট্‌ফ্রিড লিবনিত্সসের জন্ম।
•    ১৮৮২ - বিখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্ম। তার মৃত্যুও হয়েছিল ১৯৬২ সালের একই দিন।
•    ১৯০৩ - শিক্ষাবিদ ও সাহিত্যিক আবুল ফজলের জন্ম
•    ১৯৩২ - বাংলাদেশি গীতিকার, সুরকার ও শিল্পী এম এন আখতারের জন্ম।
•    ১৯৬১ - মার্কিন ক্রীড়াবিদ কার্ল লুইসের জন্ম।
•    ১৯৬১ - ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার জন্ম।
•    ২০০৪ - অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন অভিনেতা মার্লোন ব্রান্ডোর মৃত্যু।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।