ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

পানিবন্দি শিশুদের বিজয় চিহ্ন!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
পানিবন্দি শিশুদের বিজয় চিহ্ন! পানিবন্দি শিশু। ছবি: আবাদুজ্জামান শিমুল

ঢাকা: বাইরে পানি, ঘরে পানি। চারিদিকে পানি আর পানি। কয়েক দিনের অবিরাম বর্ষণে ঢাকা শহরের অধিকাংশ রাস্তা-ঘাট এখন পানির নিচে।

নিন্ম-আয়ের মানুষের অবস্থা আরো করুণ। জমে থাকা পানির ভেতর দিন কাটছে তাদের।

শোবার ঘরে পানি, রান্নার স্থানে পানি। কোনোমতে ঘরের ভেতরে চৌকির উপরে বসে রাত কাটছে তাদের।

খিলগাঁও সিপাহীবাগ নতুন রাস্তার দু’পাশে সব ছাপড়াঘরের ভেতরে পানি আর পানি।

সরেজমিনে দেখা যায়, ঘরের সামনে জমে থাকা পানিতে শিশুরা খেলছে। ছবি তুলতে গেলে বিজয় চিহ্ন দেখায়। কোমলমতি শিশুরা জানে দুই আঙ্গুল উঠিয়ে ‘ভি চিহ্ন’ এর অর্থ কি। হয়তোবা শিশুরা বুঝাতে চাচ্ছে, আমরা পানিতেই খেলি। জমে থাকা পানির সঙ্গে যুদ্ধ করেই বেঁচে আছি।

শিশু সুমাইয়া (৭), হৃদয় (৮), বৃষ্টি (৫) ও লাবনী একে অপরের খেলার সাথী।

ঘরের সামনে জমে থাকা পানিতে খেলছিল তারা। তাদের সাথে কথা হয় বাংলানিউজের। ছবি তোলার সময় ২ আঙ্গুল কেন দেখালো জানতে চাইলে তারা বলে, সবাই ছবি তুললে দেখি আঙ্গুল দেখায়। তাই আমরাও দেখাইছি।

শিশুদের বাবা-মা'রা কাজের জন্য সকালে বাইরে গেছে। তারা বাসায় একা। জমা পানিকে সাথী করেই দিন কাটছে তাদের।


শিশুদের সাথে কথা বলতে দেখে,  স্থানীয় মুদি দোকানদার নজরুল এগিয়ে এসে জানতে চান, ‘আপনি কে?’

সাংবাদিক শুনে তিনি বলেন, পানি জমে থাকলে কি হবে, আর সরে গেলেই কি হবে। আমাদের গরীব মানুষের ভাগ্য এমনই।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।