ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
 লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৭ জুলাই, ২০১৭, বৃহস্পতিবার। ২৩ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১০৩৭- সেলজুকি রাষ্ট্রের সূচনা।

১৫৫০- চকোলেট বাজারে আসে।

১৬০৭- ‘গড সেভ দ্য কিং’ গানটি প্রথম গাওয়া হয়।

১৭৬৩- বাংলার নবাব হিসেবে মীরজাফর পুনরায় ক্ষমতা লাভ করেন।

১৮৫৫- ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকতা ও বিস্তার লাভ করে।

১৮৯৬- বোম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়।

১৯০৪- নরওয়ে স্বাধীনতা লাভ করে।

১৯০৫- লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন।

১৯২৭- বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে।

১৯২৯- ভ্যাটিক্যান সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে।

১৯৩১- বিশিষ্ট ভূপর্যটক রামনাথ বিশ্বাস সাইকেলে চড়ে বিশ্ব পরিক্রমণ শুরু করেন।   

১৯৭৭ - সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা লাভ।  

১৯৮৮- বাংলাদেশ সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হওয়ার মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়।

১৯৯১- বাংলাদেশে মূল্য সংযোজন কর-ভ্যাট আইন পাস।

জন্ম

১৮০৬- ইতালিয়ান ইতিহাসবিদ ও মন্ত্রী মাইকেল আমারি।

১৮৮৭- চিত্রশিল্পী মার্ক শাগাল।

১৮৮৮- সাহিত্যিক নরেন্দ্র দেব।

১৯০৫- সাহিত্যিক প্রবোধ কুমার সান্যাল।   

মৃত্যু

১৩০৪- পোপ একাদশ বেনেডিক্ট।

১৩০৭- ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড।

১৫৭৩- ইতালির স্থপতি জাকোমা দা ভিনিওয়ার।

১৯৩০- আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক শার্লক হোম্‌সের জন্য বিখ্যাত।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।