ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

সতীদাহ প্রথা বিলোপের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
সতীদাহ প্রথা বিলোপের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয় সতীদাহ প্রথা বিলোপের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১১ জুলাই, ২০১৭, মঙ্গলবার। ২৬ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫৭৬-হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
•    ১৮২৩ - ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
•    ১৮৩২-সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।
•    ১৮৭৮-ব্রিটেন সাইপ্রাস দখল করে।
•    ১৮৮২-ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমা বর্ষণ করা হয়।
•    ১৮৮৯-অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
•    ১৯২১-মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
•    ১৯৩০-অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
•    ১৯৬২-টেলস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু হয়।
•    ১৯৭৯-আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙে পড়ে।
•    ১৯৮২-বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালি তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে।
•    ১৯৯১-জেদ্দায় ফিরতি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৬ হাজী নিহত হয়।
•    ১৯৯৮-বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
•    ২০০৬ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়।
জন্ম
•    ১৫৫৮- রবার্ট গ্রিনে, তিনি ছিলেন ইংরেজ লেখক ও নাট্যকার।
•    ১৭৩২ -ঝসেফ লালাদঁর, তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিদ।
•    ১৯১৬-আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।
•    ১৯৩৬-আল মাহমুদ, তিনি বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক।
•    ১৯৬৩-লিসা রিনা, তিনি আমেরিকান অভিনেত্রী।
•    ১৯৭২-মাইকেল রসেনবাউম, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
•    ১৯৮৬-ইয়য়ান গউরকুফ্, তিনি ফরাসি ফুটবল।
মৃত্যু
•    ১৯৭৪-পার ফাবিয়ান লাগেরকভিস্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার।
•    ১৯৮৩- রস ম্যাকডোনাল্ড, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান লেখক।
•    ১৯৮৯-লরেন্স অলিভিয়ার, তিনি ছিলেন ব্রিটিশ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
•    ২০০৫-ফ্রান্সেস লাংফরড, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।