ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

প্রথম পরমাণু বোমার পরীক্ষা যুক্তরাষ্ট্রের

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
প্রথম পরমাণু বোমার পরীক্ষা যুক্তরাষ্ট্রের পরমাণু বিস্ফোরণ; ফাইল ফটো

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৬ জুলাই, ২০১৭, রোববার। ০২ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

৬১২ - নবী হজরত মুহম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই দিন থেকে হিজরি সন গণনা শুরু।

১৬৬১ - স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।

১৮৫৬ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।

১৯০৫ - খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। ট্রিনিটি কোড নামে ২০ কিলোটন বিস্ফোরকবাহী বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ট্রিনিটি এলাকায়। এর মধ্য দিয়ে পরমাণু বোমাধারী হিসেবে নিজেদের শক্তির প্রকাশ করে যুক্তরাষ্ট্র। যে শক্তি তারা প্রয়োগ করে অক্ষশক্তি জাপানের বিরুদ্ধে সে বছরের ৬ ও ৯ আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে।

১৯৬৮ - মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।

১৯৬৯ -  মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।

১৯৮১ – আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন। তিনি ক্ষমতাসীন ছিলেন ২০০৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।

ব্যক্তি

১৮৬৮ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভের মৃত্যু।

১৮৮৮ - নোবেলজয়ী ডাচ পদার্থবিদ ফিৎস জার্নিকের জন্ম।

১৯৮১ - লেবানিজ বংশোদ্ভুত সুইডিশ রক অ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সঙ্গীত নির্মাতা মেহের জেইনের জন্ম৷

১৯৮৫ - নোবেলজয়ী জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েলের মৃত্যু।

১৯৮৫ - চিত্রকর, কবি ও চিত্র সংগ্রাহক শুভো ঠাকুরের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।