ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

মানুষের অদ্ভুত কিছু ভীতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
মানুষের অদ্ভুত কিছু ভীতি প্রতিকী ছবি

ঢাকা: মানুষের ভয়-ভীতি অনেক সময়ই কোনো যুক্তি মানে না। কিছু মানুষ জন্ম থেকেই এমন সব বস্তুকে ভয় পেতে শুরু করে, যা আসলে তেমন বিপজ্জনক নয়।

কিছু মানুষ ভয় পায় তেলাপোকা, কেউ ভয় পায় সরীসৃপকে। একটা ছোট্ট তেলাপোকা অথবা টিকটিকি মানুষের জন্য কতোটাই বা বিপজ্জনক! তারপরও তেলাপোকা দেখলে ভয়ের সীমা থাকে না অনেকের।

আবার অনেকের মধ্যে উচ্চতা ভীতি দেখা যায়।

ফোবিয়া বলতে সাধারণত কোনো বস্তু বা কোনো পরিস্থিতি নিয়ে মানুষের অস্বাভাবিক, অযৌক্তিক ও চরম ভীতি সৃষ্টি হওয়াকে বোঝানো হয়। উচ্চতা, পানি বা পোকামাকড়ের ভয় মানুষের মধ্যে খুব স্বাভাবিক। এগুলো ছাড়াও কিছু কিছু ভীতি আছে যা খুবই অদ্ভুত।

ঘুম ভীতি

অস্বাভাবিক মনে হলেও কিছু কিছু মানুষ ঘুমিয়ে পড়তে ভয় পায়। চিকিৎসা পরিভাষায় এই ভীতিকে বলা হয় সোমনিফোবিয়া (Somniphobia)। যাদের এই ফোবিয়া থাকে তারা সন্দেহ করে, ঘুমিয়ে পড়লে হয়তো বিছানাতেই তার মৃত্যু হবে। অনেকের মনে আবার সন্দেহ হতে থাকে একবার ঘুমিয়ে পড়লে হয়তো সময় মতো উঠতে পারবেন না।

গর্ত ভীতি

দেয়ালের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আপনার কি এমন বিপদ ডেকে আনতে পারে! এমন ছোট ছোট ছিদ্র বা গর্তের প্রতি ভীতি কাজ করে অনেকের। মৌচাক, স্পঞ্জ বা পনিরের মধ্যে এরকম গর্ত দেখা যায়। তাই এই ফোবিয়ায় আক্রান্তরা এ ধরনের ছিদ্রযুক্ত বস্তু দেখে আতংকিত হয়ে ওঠেন।

প্রতিকী ছবি

হলুদ রং ভীতি

Xanthophobia যাদের আছে, তারা অদ্ভুত কারণে হলুদ রঙটাকে একদমই সহ্য করতে পারেন না। এই ফোবিয়া যাদের চরম আকারে তারা সূর্য, হলুদ ফুল এমনকি হলুদ খাবার একদমই পছন্দ করে না।

 

মোবাইলফোন সম্পর্কিত ভীতি

এখন মানুষ আর চিঠি লিখতে বসে না। প্রযুক্তির কল্যাণে যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে অনেক সহজ ও দ্রুততর। আর এক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা রেখেছে মোবাইলফোন। ছোট্ট কিন্তু কার্যকরী এই যন্ত্র যোগাযোগ ছাড়াও আরও অনেক সুবিধা দেয়। কিন্তু সেই সাথে কিছু মানুষের মনে জাগাচ্ছে মোবাইল ফোন সম্পর্কিত ভীতি। নোমোফোবিয়া (Nomophobia) আক্রান্তরা মোবাইল ফোনের নেটওয়ার্ক কাজ না করা, মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়া বা মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে সব সময় আতঙ্কে থাকেন। ২০০৫ সালে গবেষকরা প্রথম এমন ভীতি সম্পর্কে অবগত হন। গবেষণায় দেখা যায় যুক্তরাজ্যের প্রায় অর্ধেক মানুষই এই ফোবিয়া নিয়ে বসবাস করে।

প্রতিকী ছবি

বেলুন ভীতি বা গ্লোবোফোবিয়া

এই ফোবিয়া যাদের আছে তারা বেলুন দেখে ভয় পায়। মূলত বেলুন ফেঁটে গেলে যে শব্দ হয় সেখান থেকেই এমন ভয়ের উৎপত্তি।

প্রতিকী ছবি

কাজ ভীতি

অনেক মানুষের মাঝেই এই ভীতি কাজ করে। চিকিৎসা পরিভাষায় এই ভীতিকে বলা হয়ে থাকে এরগোফোবিয়া। এই ফোবিয়া যাদের আছে তারা চাকরি করতে ভয় পায়। তাছাড়া কর্ম পরিবেশেও ঠিক মতো খাপ খাইয়ে উঠতে পারে না তারা।

গোসল ভীতি

যখন মানুষ গোসল করতে অকারণে ভয় পায়, তখন নোংরা থাকা ছাড়া কিছুই করার নেই। Ablutophobia বা গোসল ভীতি যাদের আছে তারা হাত-মুখ ধুতেও ভয় পায়। পুরুষদের তুলনায় নারী ও শিশুদের মাঝে এই ভীতি বেশি দেখতে পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।