ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিনে

প্রমথ চৌধুরীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
প্রমথ চৌধুরীর জন্ম ইতিহাসে এই দিনে

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৭ আগস্ট, ২০১৭, সোমবার। ২৩ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
•    ১৮২৯ - দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
•    ১৯০৫- ভারতের জাতীয় কংগ্রেসে ব্রিটিশ পণ্য বর্জনের সিদ্ধান্ত।
•    ১৯০৬ - কলকাতার পার্শি বাগানে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন হয়।
•    ১৯১৩ - ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
•    ১৯১৪ - ব্রিটেনে এক ডলার ও দশ শিলিংয়ের নোট চালু।
•    ১৯৪০ - অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে।
•    ১৯৬০ - আফ্রিকার দেশ আইভরি কোস্ট স্বাধীনতা লাভ করে।
•    ১৯৭৬ - মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করে ভাইকিং-২।
•    ১৯৮২ - লেবাননের রাজধানী বৈরুত থেকে পি.এল.ও. বাহিনী সরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র, লেবানন ও পি.এল.ওর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম
•    ১৮৬৮ - বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। একইসঙ্গে তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
•    ১৮৭১ - অবনীন্দ্রনাথ ঠাকুর, খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক।
•    ১৯০৪ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন কূটনীতিক রালফ বুঁচ।

মৃত্যু
•    ১৮১৩ - আধুনিক বাংলা গদ্যের প্রথম লেখক রামরাম বসুর মৃত্যু।
•    ১৯২১ - রুশ কবি আলোকসান্দর ব্লকের মৃত্যু।
•    ১৯৩৮ - খ্যাতনামা রুশ লেখক ও থিয়েটার পরিচালক কনস্ট্যান্টিন স্টেনলেভোস্কি।
•    ১৯৭৫ - বাংলা কবিতায় সনেট ধারা চর্চাকার অন্যতম কবি সুফী মোতাহার হোসেন।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।