ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিনে

তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু তারেক মাসুদ ও মিশুক মুনীর

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৩ আগস্ট, ২০১৭, রোববার। ২৯ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬৪৫ - সুইডেন ও ডেনমার্ক শান্তি চুক্তি সম্পন্ন।
•    ১৭৪০ - রটারড্যামে অনশন ধর্মঘট শুরু।
•    ১৭৮৪ - ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয়।
•    ১৭৯২ - ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দী করে।
•    ১৯৬০ - মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
•    ১৯৬১ - বার্লিন প্রাচীর নির্মাণ কাজ শুরু করে।


জন্ম
•    ১৮৪৮- সাহিত্যিক ও ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্ত।
•    ১৮৮৮ - জন বেয়ার্ড, টেলিভিশনের আবিস্কারক।
•    ১৮৯৯ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক ছিলেন।
•    ১৯২৬ - ফিদেল কাস্ত্রো, সমাজবাদী কিংবদন্তি বিপ্লবী ও কিউবার প্রয়াত প্রেসিডেন্ট।

মৃত্যু
•    ১৯৪৬ - এইচ জি ওয়েল্‌স, ইংরেজ ঔপন্যাসিক।
•    ২০১১ - তারেক মাসুদ, বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক ও গীতিকার। মাটির ময়না তার প্রথম ফিচার চলচ্চিত্র, যার জন্য তিনি ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর ফোর্টনাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারে মনোনীত হয়। বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। তার সর্বশেষ ফিচার চলচ্চিত্র রানওয়ে মুক্তি পায় ২০১০ সালে। ২০১২ সালে তাকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক দেওয়া হয়। তারেক মাসুদ ১৯৫৭ সালে ফরিদপুরের ভাঙ্গায় নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মায়ের নাম নুরুন নাহার মাসুদ ও বাবার নাম মশিউর রহমান মাসুদ। ২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল নামক চলচ্চিত্রের লোকেশন নির্বাচন শেষে ঢাকা আসার পথে মানিকগঞ্জে দুপুর ১২টা ২৫ মিনিটে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
•    ২০১১ - মিশুক মুনীর, সম্প্রচার সাংবাদিকতার রূপকার, চিত্রগ্রাহক ও সাংবাদিক ব্যক্তিত্ব। তার পুরো নাম আশফাক মুনীর চৌধুরী। তিনি শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর মেজ ছেলে। মিশুক মুনীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। পড়ালেখা শেষ করে একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৮ সালে তিনি শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিকতায় যুক্ত হন। মিশুক মুনীর ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রথম যাত্রায় হেড অব নিউজ অপারেশনের দায়িত্ব নিয়ে দেশে আন্তর্জাতিক ধারার টেলিভিশন সাংবাদিকতার সূচনা করেন। ২০০৭ সালে কানাডিয়ান সাংবাদিক পল জেয়োর সঙ্গে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন রিয়েল নিউজ নেটওয়ার্ক। ২০১১ সালের ১৩ই আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদের সঙ্গে তিনিও নিহত হন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।